গানের শিরোনামঃ এমনটি হলে কেমন হয়

ব্যান্ড/একক/মিক্সডঃ এল আর বি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ এল আর বি-২

গীতিকারঃ শহীদ মো: জঙ্গী

সুরকারঃ আইয়ুব বাচ্চু

সঙ্গীত/কম্পোজারঃ আইয়ুব বাচ্চু

প্রকাশক কোম্পানিঃ সারগাম

প্রকাশ সালঃ ১৯৯২

এমনটি হলে কেমন হয়
এদেশে কোন ট্র্যাফিক জ্যাম নেই
অফিস পাড়ায় কোন ঘুষ নেই
এমনটি হলে কেমন হয়
পেপারে খুনের ছবি নেই
ট্র্যাক চাপা পড়ার খবর নেই

এমনটি হলে কেমন হয়
বিয়েতে কোন যৌতুক নেই
সংসারে কোন দুঃখ নেই
এমনটি হলে কেমন হয়
প্রেমে কোন বিচ্ছেদ নেই
হারানোর কোন ভয় নেই
এমনটি হলে কেমন হয়
শোষণ নেই, গ্লানি নেই,
ঘৃনা নেই, হিংসা নেই,
বাধা নেই!
মিথ্যা নেই, অন্যায় নেই
অবিচার নেই,
মানুষে মানুষে কোন যুদ্ধ নেই!
না খেয়ে মরে যাবো দুঃখ নেই!




লিরিক্স জমা দিয়েছেনঃ

আব্দুল্লাহ-আল-মামুন শামীম

শেয়ার করুন:

Optimized by Optimole