গানের শিরোনামঃ ইচ্ছের পালক

ব্যান্ড/একক/মিক্সডঃ ফিলিংস

শিল্পীঃ জেমস

অ্যালবামঃ জেল থেকে বলছি

গীতিকারঃ বাপ্পী খান

সঙ্গীত/কম্পোজারঃ জেমস

প্রকাশক কোম্পানিঃ সারগাম

প্রকাশ সালঃ ১৯৯৩

ইচ্ছের পালক দিয়ে লিখেছি নতুন ঠিকানা,
সেই পালক গুলো উড়িয়ে দিলাম অজানায়
আহা ওহো… (২বার)

শ্রাবনের বৃষ্টি কনায় মুছে যায় রজপথ,
আকাশের কান্নাগুলো বড় অশ্রুময়,
আমি বসে আছি একা, নি:সংতায়
আহা ওহো… (২বার)

বিকেলের রৌদ্র-ছায়া কানে কানে বলে যায়
জীবনের স্বপ্নগুলো বড় গীতিময়
আমি হয়ে গেছি একা, ছন্নছাড়া
আহা ওহো…
আহা ওহো…

ইচ্ছের পালক দিয়ে লিখেছি নতুন ঠিকানা,
সেই পালক গুলো উড়ি দিলাম অজানায়
আহা ওহো… (২বার)




লিরিক্স জমা দিয়েছেনঃ

মোঃ তানভীর হাসান

শেয়ার করুন:

Optimized by Optimole