গানের শিরোনামঃ ঢাকার প্রেম

ব্যান্ড/একক/মিক্সডঃ ফিলিংস

শিল্পীঃ জেমস

অ্যালবামঃ জেল থেকে বলছি

গীতিকারঃ বাপ্পী খান

সঙ্গীত/কম্পোজারঃ জেমস

প্রকাশক কোম্পানিঃ সারগাম

প্রকাশ সালঃ ১৯৯৩

প্রেমে প্রেমে ভরা সুবাসে
অভিনব মেলামেশাতে
ঢাকা নগরীর আঁচলেতে
দুটি আবেগের শেকলে
ভালবাসাতে
যেখানে গোধূলিরা খেলা করে প্রেম ভরা জীবনে আমার
ও ঢাকার প্রেম

জন্ডিস রঙা রাত্তিরে
আবেগে মোড়া সংলাপে
নিশিদিন পথ চাওয়াতে
ও দুটি হৃদয়ের ক্যানভাসে
ভালবাসাতে
জীবনে যতবার আসে প্রেম ততবার ফিরে যায় আবার

যান্ত্রিক এই শহরে
ডিজিটাল চাওয়া পাওয়াতে
রিমোটের এই কন্ট্রোলে
এখানে বিরহেরা নেই বুকে

ভালবাসাতে
যেখানে গোধূলিরা খেলা করে প্রেম ভরা জীবনে আমার
ও ঢাকার প্রেম

কর্ডলেস টেলিফোনেতে
অভিমান নেই মাঝরাতে
চোখে জল নেই বিষাদে
দুটি জীবনের গল্পতে
ভালবাসাতে
জীবনে যতবার আসে প্রেম ততবার ফিরে যেতে চায়

হা হা হা হা… ঢাকার প্রেম…




লিরিক্স জমা দিয়েছেনঃ

মোঃ তানভীর হাসান

শেয়ার করুন:

Optimized by Optimole