গানের শিরোনামঃ ​চাঁদ সাজালো

ব্যান্ড/একক/মিক্সডঃ প্রমিথিউস

শিল্পীঃ বিপ্লব

অ্যালবামঃ ​প্রজন্মের সংগ্রাম ​

প্রকাশক কোম্পানিঃ সারগাম

প্রকাশ সালঃ ​১৯৯২​

চাঁদ সাজালো আলো রুপালি
ভ্রমরেরা গান করে রাগ রুপালি
চাঁদ সাজালো আলো রুপালি
ভ্রমরেরা গান করে রাগ রুপালি
সুরে সুরে পাগল আমার ভুবন
চাঁদ সাজালো আলো রুপালি
ভ্রমরেরা গান করে রাগ রুপালি

গোলাপের পাপড়ি সব ঝরে যায়
জীবন ভরে থাকে হাসি কান্নায়
গোলাপের পাপড়ি সব ঝরে যায়
জীবন ভরে থাকে হাসি কান্নায়
তেমনি ভাবে শরতের দিন কেটে যায়
তুমি আমি রব শুধু দু-জনায়

চাঁদ সাজালো আলো রুপালি
ভ্রমরেরা গান করে রাগ রুপালি
সুরে সুরে পাগল আমার ভুবন
চাঁদ সাজালো আলো রুপালি
ভ্রমরেরা গান করে রাগ রুপালি

দেবদারু ফেলেছে শুভ্র ছায়া
মহুয়া তার সাথে দিয়েছে সাড়া
বসন্ত ফুলে ফুলে নেচে গেয়ে যায়
তুমি আমি রব শুধু দুজনায়

চাঁদ সাজালো আলো রুপালি
ভ্রমরেরা গান করে রাগ রুপালি
চাঁদ সাজালো আলো রুপালি
ভ্রমরেরা গান করে রাগ রুপালি
সুরে সুরে পাগল আমার ভুবন
চাঁদ সাজালো আলো রুপালি
ভ্রমরেরা গান করে রাগ রুপালি




লিরিক্স জমা দিয়েছেনঃ

Sajedur Rahman

শেয়ার করুন:

Optimized by Optimole