গানের কথা
গানের শিরোনামঃ বৃষ্টি
ব্যান্ড/একক/মিক্সডঃ ওয়ারফেজ
শিল্পীঃ মিজান
অ্যালবামঃ আলো
সঙ্গীত/কম্পোজারঃ ওয়ারফেজ
প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক
প্রকাশ সালঃ ২০০১
বৃষ্টি কি আনন্দ
মাঠ ঘাট জলমগ্ন
ঝর ঝর ঝরিছে
গগনে মেঘ গর্জে
বৃষ্টি স্কুল আজ বন্ধ
এসেছো বর্ষা হে অনন্য
ঘন কালো ঘোর ঘনিয়েছে
হৃদয় কাঁপে মেঘারন্নে
স্কুল ব্যাগ কাঁধে নিয়ে
শ্রান্ত বর্ষা দিনে
কত দিন একা একা ঘুরেছি
উধাও মাঠের শেষে
অসীম নীলিমার নদে
রংধনু কত রঙ দেখেছি
বৃষ্টি তুমি এলে
গভীর ঘ্রাণে জেগে রই
ঝর ঝর ঝরিছে
আমার পরাণ গহনে
স্কুল ব্যাগ কাঁধে নিয়ে
শ্রান্ত বর্ষা দিনে
কত দিন একা একা ঘুরেছি
উধাও মাঠের শেষে
অসীম নীলিমার নদে
রংধনু কত রঙ দেখেছি
বৃষ্টি একি বিস্ময়
গড়িছে বিশ্ব ঘন কালিমায়
কি বিষাদ ছড়িয়ে আছে নীলিমায়
আর কালিদাস- রবীন্দ্রনাথ যা দেখেছে
সে কি রিক্ত মনে হয়
ঘুম থেকে জেগে উঠে
কখনো গিয়েছে ফিরে
ভেজা হলুদ দালান দেখো
বৃষ্টি পরছে আলোর রংধনু
মিশে আছে জানালার শার্সিতে
পৃথিবী আমার একা
স্যাত স্যাতে সারা বেলা
সোভিয়েত রূপকথা বম্বের ছেলেরাই
আমরাই আজ যেন খুঁজে নেবো সারা বেলা
গলির মোড়ের নদী, কাগজের নৌকা
ধারালো শামুক ছুরি, কুড়ে পাওয়া পতাকা।
লিরিক্স জমা দিয়েছেনঃ