গানের শিরোনামঃ ​ভোর

ব্যান্ড/একক/মিক্সডঃ ওয়েভস

শিল্পীঃ ইফতেখার

অ্যালবামঃ পুরোনো স্মৃতি

প্রকাশক কোম্পানিঃ ইউসুফ ইলেকট্রনিক্স

প্রকাশ সালঃ ১৯৯৫

তোমরা কখনো ভেবে কি দেখেছ আকাশের তারা কেন জ্বলছে?
ভোর না হতে-ভোরের পাখিরা প্রকৃতির সাথে কথা বলছে
​তোমরা কখনো ভেবে কি দেখেছ আকাশের তারা কেন জ্বলছে? ​
​তোমরা কখনো ভেবে কি দেখেছ আকাশের মেঘ গুলো উড়ছে ? ​
​ঝর্ণাধারার স্বচ্ছ পানি শুধু ঝরছে কেবলই ঝরছে।
​ ভোর না হতে-ভোরের পাখিরা প্রকৃতির সাথে কথা বলছে
সে তো ভোর – সে তো ভোর – সে তো ভোর – সে তো ভোর

তোমরা কখনো ভেবে কি দেখেছ আকাশের তারা কেন জ্বলছে?
ভোর না হতে-ভোরের পাখিরা প্রকৃতির সাথে কথা বলছে।

তোমরা কখনো ভেবে কি দেখেছ আকাশের তারা কেন জ্বলছে?
​ভোর না হতে-ভোরের পাখিরা প্রকৃতির সাথে কথা বলছে। ​
​ঝর্ণাধারার স্বচ্ছ পানি শুধু ঝরছে কেবলই ঝরছে। ​
​সে তো ভোর – সে তো ভোর – সে তো ভোর – সে তো ভোর ​




লিরিক্স জমা দিয়েছেনঃ

Sajedur Rahman

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole