গানের শিরোনামঃ ব্যাপারটা

ব্যান্ড/একক/মিক্সডঃ এল আর বি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ সুখ

গীতিকারঃ বাপ্পী খান

সুরকারঃ আইয়ুব বাচ্চু

সঙ্গীত/কম্পোজারঃ আইয়ুব বাচ্চু

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ১৯৯৩

হৃদয়ের তিরপলে শত শত ফুটো
অনায়াসে ধুক ধুকে বর্ষার মত
পাইনা এমন জন বলবো যাকে
ব্যাপারটা তবে আমি বলবো কাকে?

যেতে হবে বহুদূর টাকা নেই হাতে
সাথে নেই কোন সাথী বলবার তরে
তাকায় না কেউ আর পেছনেতে ফিরে
ব্যাপারটা তবে আমি বলবো কাকে?

খোলা বুকে ডাস্টবিন অট্টহাসে
বলবার মত কেউ নেই মোর পাশে
এ কথা সবার যেন বলতে হবে
জানা নেই ব্যাপারটা বলবো কাকে?

কালো টাকা সাদা হয় সাদা টাকা কালো
না দেখার ভান করে সরে পরা ভালো
তবুও বলতে চাই আমি মাঝেসাঝে
ব্যাপারটা আমি তবে বলবো কাকে?

বাতাসের নেই শেষ এই বাতায়নে
শ্বাস নিতে জ্বালা হয় তবুও বুক ভরে
নেই তবুও পরিশেষ কষ্টের শেষে
ব্যাপারটা আমি তবে বলবো কাকে?




লিরিক্স জমা দিয়েছেনঃ

আব্দুল্লাহ-আল-মামুন শামীম

শেয়ার করুন:

Optimized by Optimole