গানের শিরোনামঃ আমি যে কার

ব্যান্ড/একক/মিক্সডঃ এল.আর.বি

গীতিকারঃ বাপ্পি খান

সুরকারঃ আইয়ুব বাচ্চু

সঙ্গীত/কম্পোজারঃ আইয়ুব বাচ্চু

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ১৯৯৩

ভোর রাতের নষ্ট প্রায় ভাতের মতো
বিস্বাদ আমার ভালোবাসা
টি-স্টলে সর পড়া চায়ের মতো
বিবর্ণ আমার প্রেম
আর ডাস্টবিনের উচ্ছিষ্ট ময়লার মতো
ছড়ানো ছিটানো আমার আবেগ
পঙ্গু ফড়িংয়ের মতো
থেমে থেমে উড়ে চলে
আমার অনুভূতি গুলো
বিরামহীন শেওলা স্রোতের মতো
জাগতিক অণ্বেষন আমার
হাহাহা রংচটা শেকড় বনবাসী দেয়ালের মতো
ঝরে পড়ে আমার ভাবনা বিশেষ
মাঝরাতে মুক্ত বাতায়নের মতো
নিশ্চুপ আমার শূণ্যতা
সময়ের প্রতি উদাসীন লোকাল ট্রেনের মতো
দীনমান অপেক্ষায় রাখি প্রেমিকাকে
{ আমি যে কার! ?
আমি যে আসলে কার মতো!! ? } (৪বার)
জানা হয়ে উঠেনি এখনও ……..




লিরিক্স জমা দিয়েছেনঃ

মিশাল মাহমুদ

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও