গানের শিরোনামঃ অনামিকা

ব্যান্ড/একক/মিক্সডঃ মাইলস

শিল্পীঃ হামিন আহমেদ

অ্যালবামঃ প্রবাহ

প্রকাশ সালঃ ২০০০

হুমমম… অনামিকা
হুমমম… অনামিকা
কি নাম ধরে ডাকবো তোমায়
কোথাও যে নেই কোন উপমা।

হুমমম… অনামিকা
হুমমম… অনামিকা
ঐ দু চোখের অচেনা ভাষা কত কথা কত কবিতা।

হুমমম… অনামিকা
হুমমম… অনামিকা

ঐ মুখের হাসি যেন সোনা ঝড়া সকাল।
তোমার এলো চুলে ঝর্ণাই ছবি আঁকা।
ঐ হাতের ছোঁয়া অজানা ভালো লাগা।
তোমার চলার এ পথ ফুলে ফুলে যেন ঢাকা।
হুমমম… অনামিকা
হুমমম… অনামিকা

বসে থাকো যখনি তুমি আনমনে তখন হুমমম,
পাথিদের কুহুকুহু রব ওঠে গুঞ্জনে হুমম।
ঐ মুখের হাসি যেন সোনা ঝড়া সকাল,
তোমার এলো চুলে ঝর্ণারি ছবি আকাঁ।
ঐ হাতের ছোঁয়ায় অজানা ভালোলাগা,
তোমার চলার এ পথ ফুলে ফুলে যেন ঢাকা।

হুমমম… অনামিকা
হুমমম… অনামিকা

কাছে থাকো যখনি তুমি, নির্জনে তখন হুমম…
নিজেকে বেঁধেছি তোমার বন্ধনে হুমম…
ঐ মুখের হাসি যেন সোনা ঝড়া সকাল।
তোমার এলো চুলে ঝর্ণারি ছবি আঁকা।
ঐ হাতের ছোঁয়ায় অজানা ভালোলাগা।
তোমার চলার এ পথ ফুলে ফুলে যেন ঢাকা।
ঐ মুখের হাসি যেন সোনা ঝড়া সকাল।
তোমার এলো চুলে ঝর্ণারি ছবি আঁকা।
ঐ হাতের ছোঁয়ায় অজানা ভালোলাগা।
তোমার চলার এ পথ ফুলে ফুলে যেন ঢাকা।
অনামিকা…




লিরিক্স জমা দিয়েছেনঃ

মহসিন আলম

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole