গানের শিরোনামঃ আড্ডা

ব্যান্ড/একক/মিক্সডঃ এল আর বি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ এল আর বি-২

গীতিকারঃ মিলন খান

সুরকারঃ আইয়ুব বাচ্চু

সঙ্গীত/কম্পোজারঃ আইয়ুব বাচ্চু

প্রকাশক কোম্পানিঃ সারগাম

প্রকাশ সালঃ ১৯৯২

তিন বেলা আড্ডা বাড়ী ফিরি রাত বারটায় ।।
লিখাপড়া বাদ দিয়ে হয়ে আছি ভবঘুরে ।।
লোকে বলে গেছি গোল্লায়।
আড্ডা আড্ডা আড্ডা ।।।।(২)

কত জুতো ক্ষয়ে গেছে মামা নেই বলে
সব আশা মুছে গেছে চোখের জলে ।।
আজ ভাবনা হীন, যায় কেটে দিন ।।
বেঁচে আছি বাবা-মার করুণায় ।
আড্ডা আড্ডা আড্ডা ।।।।

আজ চা সিগারেট চোখ দুটি জ্বলে
সব ব্যথা হতাশাতে মন যায় ভুলে ।।
আমি আছি আশাহীন গুণি তবু শুধু দিন ।।
কবে দেবে বিধাতা একটু সুখ ।
আড্ডা আড্ডা আড্ডা ।।।।

তিন বেলা আড্ডা বাড়ী ফিরি রাত বারটায় ।।
লিখাপড়া বাদ দিয়ে হয়ে আছি ভবঘুরে ।।
লোকে বলে গেছি গোল্লায়।
আড্ডা আড্ডা আড্ডা ।।।।(২)




লিরিক্স জমা দিয়েছেনঃ

আব্দুল্লাহ-আল-মামুন শামীম

শেয়ার করুন:

Optimized by Optimole