গানের শিরোনামঃ কিছু কিছু কথা

ব্যান্ড/একক/মিক্সডঃ আর্ক

শিল্পীঃ আশিকুজ্জামান টুলু

অ্যালবামঃ জন্মভূমি

গীতিকারঃ আশিকুজ্জামান টুলু

সুরকারঃ আশিকুজ্জামান টুলু

সঙ্গীত/কম্পোজারঃ আশিকুজ্জামান টুলু

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ১৯৯৮

কিছু কিছু কথা আছে
যা কখনো বলা যায় না
কিছু কিছু ক্ষত আছে
যা কখনো বোঝা যায়না।
এমন কিছু চাওয়া আছে
খোঁজে না কেউ।
পাওয়ার মাঝে নিহিততা নেই।
এমন কিছু নীরবতা বুঝেনা কেউ
সেতো আসে কোলাহল থামলেই।

কিছু কিছু কথা আছে
যা কখনো বলা যায় না।

জীবনটাই কেটে যায় না পাওয়ায়
সুখ-দুখের আশা পায় নিরাশায়
জীবন অরেন্যে প্রতিদিন রাতে
স্বপ্নটাই চূর্ন হয় যাতনায়।

কিছু কিছু কথা আছে
যা কখনো বলা যায় না
কিছু কিছু ক্ষত আছে
যা কখনো বোঝা যায়না।
এমন কিছু চাওয়া আছে
খোঁজে না কেউ।
পাওয়ার মাঝে নিহিততা নেই।
এমন কিছু নীরবতা বুঝেনা কেউ
সেতো আসে কোলাহল থামলেই।

কিছু কিছু কথা আছে
যা কখনো বলা যায় না।




লিরিক্স জমা দিয়েছেনঃ

মহসিন আলম

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole