গানের কথা
গানের শিরোনামঃ আকাশের নীলে
ব্যান্ড/একক/মিক্সডঃ আর্ক
শিল্পীঃ পঞ্চম
অ্যালবামঃ জন্মভূমি
গীতিকারঃ পঞ্চম
সুরকারঃ পঞ্চম
প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক
প্রকাশ সালঃ ১৯৯৮
আকাশের নীলে হৃদয়ের তুলিতে
তোমায় একে যাই নীল বেদনায়, ওউ
হৃদয়ের আলোয়, তারার দ্বীপ জ্বেলে
জেগে রয়েছি তোমার ই দুচোখে।
যত দুরে রয়ে যাও, আমার ই হয়ে রও
তোমার ই জগতে, তোমার ই হাসিতে
কত বৃষ্টি ঝড়ে যায় হৃদয়ের আঙ্গিনায়
সঙ্গীহীনতায়।
তোমার কি বা আছে দেবার, এ
দু’চোখের নোনা জল
বিরহের ই করুণ সুরে, এ
কেটে যায় প্রহর।
তুমি তো জানবেনা কখনো
কত কাছে তুমি ছিলে।
যত দুরে রয়ে যাও
আমার ই হয়ে রও
তোমার ই জগতে
তোমার ই হাসিতে।
কত বৃষ্টি ঝরে যায়
হৃদয়ের আঙ্গিনায়
সঙ্গীহীনতায়……
লিরিক্স জমা দিয়েছেনঃ