গানের শিরোনামঃ আলো

ব্যান্ড/একক/মিক্সডঃ ওয়ারফেজ

শিল্পীঃ মিজান

অ্যালবামঃ আলো

সঙ্গীত/কম্পোজারঃ ওয়ারফেজ

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ২০০১

কি আশা নিয়ে জেগেছি সকালেআঁকলাম সূর্য তোমার কপালে
অথচ সারাকাশ জলে বিম্বিত
দৃষ্টি বিভ্রম কল্পনা প্রসূত
রকম অনেক আশা নিয়ে আমি জেগে উঠি
ক্ষত সেরে গেলে আবার বিব্রত হয়ে উঠি

আলো আরো আলো
আঁধার ঘনা আলো

আমার এই প্রাণ বৃথাই
উড়ে বেড়ায় তোমারই ছায়ায়
কি এক উৎকন্ঠা আমার
সাঁঝের মেঘ ভেসে যায়……..ভেসে যায়
আমি জেনেছি যে হায় শিশুর মত হতে হয়….সরল হয়
আমি বুঝেছি যে হায় শিশুর মত হতে হয়….সরল হয়

যা কিছু সব আঁকা হয়
তবু সে মুখ আসে না যে মায়ায়
আসলে এরকম কোন মুখ নেই যে
আসলে এরকম মানুষ নেই যে
সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এই ধরায়

আমার এই প্রাণ বৃথাই
উড়ে বেড়ায় তোমারই ছায়ায়
কি এক উৎকন্ঠা আমার
সাঁঝের মেঘ ভেসে যায়….ভেসে যায়
আমি জেনেছি যে হায় শিশুর মত হতে হয়….সরল হয়
আমি বুঝেছি যে হায় শিশুর মত হতে হয়…..সরল হয়

আসলে এরকম কোন মুখ নেই যে
আসলে এরকম মানুষ নেই যে
সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এই ধরায়

সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এই ধরায়




লিরিক্স জমা দিয়েছেনঃ

মোঃ তানভীর হাসান

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole