গানের কথা
গানের শিরোনামঃ বেওয়ারিশ
ব্যান্ড/একক/মিক্সডঃ ওয়ারফেজ
শিল্পীঃ মিজান
অ্যালবামঃ আলো
সঙ্গীত/কম্পোজারঃ ওয়ারফেজ
প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক
প্রকাশ সালঃ ২০০১
রাতের অটুট নিস্তব্ধতায় ভেঙ্গে গেলো কোন এক
আহ.. রাত জাগা পাখির ডাকে
শেওলা ধরা পুরানো পাঁচিলে ঘেরা গোরস্থানে
আহ ..
উঠছে নামছে গ্লানির কোদাল
তৈরি হচ্ছে নতুন আবাস
উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার
হে…………………
সাড়ে তিন হাত ঘরের মালিক রয়েছে পাশে পরে
নিথর দেহ চাটাই মোড়া বুকভরা গুমোট অভিমানে
চাপচাপ রক্তের করুন আবেদন বেওয়ারিশ আমি
আমায় পৌঁছে দাও আমার মায়ের কাছে
রাতের অটুট নিস্তব্ধতায় ভেঙ্গে গেলো কোন এক,
আহ..
রাত জাগা পাখির ডাকে
শেওলা ধরা পুরানো পাঁচিলে…..
নেই কোন শেষকৃত্যের আয়োজন
নেই কোন শবযাত্রা
নেই আঁতর গোলাপের গন্ধ
নেই অশ্রুর বন্যা
অনেকে পেয়েছে কাফনের কাপড়,
পায়নি যারা মায়ের শেষ আদর
তাদের পৌঁছে দাও তাদের মায়ের কাছে
রাতের অটুট নিস্তব্ধতায় ভেঙ্গে গেলো কোন এক
রাত জাগা পাখির ডাকে
শেওলা ধরা পুরানো পাঁচিলে ঘেরা গোরস্থানে
আহ..
উঠছে নামছে গ্লানির কোদাল
তৈরি হচ্ছে নতুন আবাস
উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার…………
লিরিক্স জমা দিয়েছেনঃ