গানের কথা
গানের শিরোনামঃ চাঁদ তারা সূর্য
ব্যান্ড/একক/মিক্সডঃ মাইলস
শিল্পীঃ শাফিন আহমেদ
অ্যালবামঃ প্রত্যাশা
গীতিকারঃ কাজী ফারুক বাবুল
সুরকারঃ মানাম আহমেদ
সঙ্গীত/কম্পোজারঃ মাইলস
প্রকাশক কোম্পানিঃ সংগীতি
প্রকাশ সালঃ ১৯৯১
চাঁদ তারা সূর্য নও তুমি
নও পাহাড়ী ঝর্না,
যদি বলি ফুল তবুও হবে ভুল
তোমার তুলনা হয়না। (২বার)
তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে রও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না।
তোমার কথা ভেবে
আমি গল্প কবিতা আর কাব্য লিখি,
তোমার চোখে চেয়ে থেকে
সুন্দর আমার পৃথিবী দেখি, আহা…..
তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে রও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না।
জীবন চলার পথে জানি
তুমি প্রথম দিয়েছ দেখা,
ভুল বুঝে কোনোদিনও
আমায় তুমি করোনা একা, আহা….
তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে রও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না।
চাঁদ তারা সূর্য নও তুমি
নও পাহাড়ী ঝর্না,
যদি বলি ফুল তবুও হবে ভুল
তোমার তুলনা হয়না। (২বার)
তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে রও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না।
লিরিক্স জমা দিয়েছেনঃ