গানের কথা
গানের শিরোনামঃ কি আশাতে
ব্যান্ড/একক/মিক্সডঃ এল.আর.বি
গীতিকারঃ কাওসার আহমেদ চৌধুরী
সুরকারঃ এল.আর.বি
সঙ্গীত/কম্পোজারঃ এল.আর.বি
প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক
প্রকাশ সালঃ ১৯৯৩
কে এসেছো একা,
কে তুমি হৃদয়ে ব্যথা নিয়ে।
মেঘলা আশা নিয়ে এসেছো তুমি কে,
দিতে পারি কি এই অচেনা উৎসবে।
কি তুমি চেয়েছো বলো মেয়ে,
কী আশাতে ?
কেনো একা এসেছো এখানে,
কি স্মৃতি রয়েছে পেছনে,
কি তুমি ফেলেছো হারিয়ে,
কে তোমায় গিয়েছে কাঁদিয়ে।
কে মন ভেঙ্গেছে আঁখি তাই,
ভরেছে জলে॥
মেঘলা আশা নিয়ে এসেছো তুমি কে,
দিতে পারি কি এই অচেনা উৎসবে,
কি তুমি চেয়েছো বলো মেয়ে,
কী আশাতে ?
সান্ত্বনা চেয়েছো এই রাতে,
যন্ত্রণা ছড়ানো এখানে,
কি আমি দেবো যে তোমাকে,
ভাষা তো গিয়েছে হারিয়ে।
দুকূল ভেঙ্গেছে এই নদী তাই,
দুঃখ অনেক॥
মেঘলা আশা নিয়ে এসেছো তুমি কে,
দিতে পারি কি এই অচেনা উৎসবে,
কি তুমি চেয়েছো বলো মেয়ে,
কী আশাতে ?
কে এসেছো একা,
কে তুমি হৃদয়ে ব্যথা নিয়ে।
মেঘলা আশা নিয়ে এসেছো তুমি কে,
দিতে পারি কি এই অচেনা উৎসবে,
কি তুমি চেয়েছো বলো মেয়ে,
কী আশাতে ?
লিরিক্স জমা দিয়েছেনঃ