গানের শিরোনামঃ প্রেম তুমি

ব্যান্ড/একক/মিক্সডঃ আর্ক

গীতিকারঃ হাসান

সুরকারঃ হাসান

সঙ্গীত/কম্পোজারঃ আর্ক

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ১৯৯৮

প্রেম তুমি প্রেম তুমি
তুমি সুর্যোদেয়ে যেন বনকোকিল
সুরেলা কোন মধুবীণা
আর অস্তগামী হলে জোছনাতে
রূপালী চাঁদে ঝিঁ ঝিঁ ডাকা
পড়ন্ত দুপুর ফুলে ফুলে সুবাসিনী
মায়াবিনী অশান্ত বিকেলে ক্লান্তিতে দখিনা হাওয়া
তুমি যেন রংধনু সাতরংঙের রং লুকোচুরি
সোনালী ফসলের নয়নজুড়ি
যেন কালবোশেখির প্রলয় শেষে
নতুন দিনের আলোয় সাজানো বনভূমি

প্রকৃতি অকৃত্তিম সুন্দর আলো আঁধারে
তেমনি হে প্রেম তুমি সুন্দর দুটি অন্তরে
প্রেম সত্য প্রেম শ্বাস্বত প্রেম অবিনশ্বর
এমন প্রেমের কাছেই রহিত ঈশ্বর




লিরিক্স জমা দিয়েছেনঃ

ইমরান খান সবুজ

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole