গানের কথা
গানের শিরোনামঃ একটি চোখে কাজল
ব্যান্ড/একক/মিক্সডঃ একক অ্যালবাম
শিল্পীঃ সঞ্জীব চৌধুরী
অ্যালবামঃ স্বপ্নবাজি
সঙ্গীত/কম্পোজারঃ বাপ্পা মজুমদার
প্রকাশক কোম্পানিঃ সঙ্গীতা
প্রকাশ সালঃ ২০০৫
একটা চোখে কাজল আর অন্য চোখ সাদা
তুমি গভীর ঘুমে আমার শুধুই গলা সাধা
একটা চোখে কাজল আর অন্য চোখ সাদা
তুমি গভীর ঘুমে আমার শুধুই গলা সাধা
রাত পোহালো কাল আজ সূর্য এলো খাটে
পথে নামার পথ কত গৃহী এসে কাটে।
রাত পোহালো কাল আজ সূর্য এলো খাটে
পথে নামার পথ কত গৃহী এসে কাটে।
বাইরে ডাকে পাখি তার গলাটা বাজখাই
মুখ বাড়িয়ে বলি তুমি বন্ধু আমার ভাই,
আজ একটি চোখে কাজল আর অন্য চোখ সাদা
তুমি গভীর ঘুমে আমার শুধুই গলা সাধা।
নদী থেকে দূরে পাশে কামিনী ফুল গাছ
খাটের ওপর জল, জ্বলে নীরব চোখে মাছ।
নদী থেকে দূরে পাশে কামিনী ফুল গাছ
খাটের ওপর জল, জ্বলে নীরব চোখে মাছ।
বয়স হলো মাছের তাও ঘাই মারে না মোটে
জলের ওপর ছায়া তাতে পদ্ম ফুল ফোটে।
বয়স হলো মাছের তাও ঘাই মারে না মোটে
জলের ওপর ছায়া তাতে পদ্ম ফুল ফোটে।
আকাশমুখী পাপড়ি তারা জল বাসে না ভালো
আমার চোখে রাত আছে তোমার চোখে আলো
আকাশমুখী পাপড়ি তারা জল বাসে না ভালো
আমার চোখে রাত আছে তোমার চোখে আলো।
ঘুম ভাঙে না মাছের তুলে চোখ দেখে না চোখ
পাখির ডাকে চাই না এই রাতটি আমার হোক।
ঘুম ভাঙে না মাছের তুলে চোখ দেখে না চোখ
পাখির ডাকে চাই না এই রাতটি আমার হোক।
একটি চোখে কাজল আর অন্য চোখ সাদা
তুমি গভীর ঘুমে আমার শুধুই গলা সাধা
একটি চোখে কাজল আর অন্য চোখ সাদা
তুমি গভীর ঘুমে আমার শুধুই গলা সাধা।
রাত পোহালো কাল আজ সূর্য এলো খাটে
পথে নামার পথ কত গৃহী এসে কাটে।
রাত পোহালো কাল আজ সূর্য এলো খাটে
পথে নামার পথ কত গৃহী এসে কাটে।
একটি চোখে কাজল আর অন্য চোখ সাদা
তুমি গভীর ঘুমে আমার শুধুই গলা সাধা।
লিরিক্স জমা দিয়েছেনঃ