গানের শিরোনামঃ সমুদ্র সন্তান

ব্যান্ড/একক/মিক্সডঃ একক অ্যালবাম

শিল্পীঃ সঞ্জীব চৌধুরী

অ্যালবামঃ স্বপ্নবাজি

গীতিকারঃ সঞ্জীব চৌধুরী

সঙ্গীত/কম্পোজারঃ বাপ্পা মজুমদার

প্রকাশক কোম্পানিঃ সঙ্গীতা

প্রকাশ সালঃ ২০০৫

চোখটা এতো পোড়ায় কেন
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও।
চোখটা এতো পোড়ায় কেন
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও।

বুক জুড়ে এই বেজান শহর
হা হা শূন্য আকাশ কাঁপাও,
আকাশ ঘিরে শংখচিলের
শরীর চেরা কান্না থামাও,
আকাশ ঘিরে শংখচিলের
শরীর চেরা কান্না থামাও।
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও।
চোখটা এতো পোড়ায় কেন
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও।

আমি তোমার কান্না কুড়াই
কান্না উড়াই কান্না তাপাই,
কান্না পানি পান করে যাই
এমন মাতাল কান্না লিখি,
কান্না পানি পান করে যাই
এমন মাতাল কান্না লিখি।
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখি।
চোখটা এতো পোড়ায় কেন
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাই।

চোখটা এতো পোড়ায় কেন
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাই।




লিরিক্স জমা দিয়েছেনঃ

মহসিন আলম

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole