গানের শিরোনামঃ স্বপ্নবাজি

ব্যান্ড/একক/মিক্সডঃ একক অ্যালবাম

শিল্পীঃ সঞ্জীব চৌধুরী

অ্যালবামঃ স্বপ্নবাজি

সঙ্গীত/কম্পোজারঃ বাপ্পা মজুমদার

প্রকাশক কোম্পানিঃ সঙ্গীতা

প্রকাশ সালঃ ২০০৫

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া
ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া
স্বপ্নের ঐ পাখি ধরতে চাই
আমার স্বপ্নেরই কথা বলতে চাই
আমার অন্তরের কথা বলতে চাই।
আমার স্বপ্নেরই কথা বলতে চাই
আমার অন্তরের কথা বলতে চাই।
আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া
স্বপ্নের ঐ পাখি ধরতে চাই
আমার স্বপ্নেরই কথা বলতে চাই
আমার অন্তরের কথা বলতে চাই।
আমার স্বপ্নেরই কথা বলতে চাই
আমার অন্তরের কথা বলতে চাই।

ওরা বলে ঐ গাড়িতে করে আমাদের জন্য
খাদ্য আর পানীয় নিয়ে যাওয়া হচ্ছিলো
আমাদের জন্য খাদ্য আর পানীয়।
কিন্তু বিশ্বাস করুন বন্ধুগণ
আমি জানি ঐ গাড়িতে আমাদের জন্য
কোন খাদ্য ছিলো না,
আমাদের জন্য কোন পানীয় ছিলো না।
তিনশটি লাশ, তিনশটি লাশ ঠান্ডা হিম
যাদের গুম করে ফেলা হবে।
আমি বলতে চেয়েছিলাম সেই সমস্ত কথা।
আর তখনই, তখনই আমার দিকে এগিয়ে আসলো উদ্ধত রাইফেল
আমার দিকে এগিয়ে আসলো উদ্ধত বেয়নেট।
ওরা বলে, “খামোশ!”
পৃথিবীতে শান্তি রক্ষিত হোক
আকাশে শান্তি, বাতাসে শান্তি
ওহো শান্তি রক্ষিত হোক।
বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ধরিয়ে দিন।
আমাকে চুপ করতে হয়, আমাকে চুপ করিয়ে দেয়া হয়
তবু, তবু বন্ধুগণ……
আমার স্বপ্নেরই কথা বলতে চাই
আমার অন্তরের কথা বলতে চাই।

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া
স্বপ্নের ঐ পাখি ধরতে চাই
আমার স্বপ্নেরই কথা বলতে চাই
আমার অন্তরের কথা বলতে চাই।

বাংলাদেশে অন্ধকার নেমে আসে
আর সেই অংধকারের ভিতর
কতোকগুলো গণ্ডার আর কতোকগুলো বাইসন
তাদের হিংস্র, তীক্ষ্ণ ধারালো শিং নিয়ে
তীব্রভাবে ছুটে আসে।
আর একজন তাজুল ইসলামকে খুন করা হয়!
একজন তাজুল ইসলামকে পিটিয়ে লাশ বানানো হয়!!
একজন ভালো মানুষ মাঝ রাতে বাড়ি ফিরে এলোনা।
মাটি ভিজে যায়, মাটি ভিজে যায় রক্তে।
আরেকজন কর্নেল তাহের, পৃথিবীর সমান বায়সী স্বপ্ন নিয়ে
আলিঙ্গন করেন ফাঁসির রজ্জু।
এভাবেই, এভাবেইতো আরও আরও কতো শত।

আমি বলতে চেয়েছিলাম সেই সমস্ত কথা।
আর তখনই, তখনই আমার দিকে এগিয়ে আসলো উদ্ধত রাইফেল
আমার দিকে এগিয়ে আসলো উদ্ধত বেয়নেট।
ওরা বলে, “খামোশ!”
পৃথিবীতে শান্তি রক্ষিত হোক
আকাশে শান্তি, বাতাসে শান্তি
শান্তি রক্ষিত হোক।
বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ধরিয়ে দিন।
আমাকে চুপ করতে হয়, আমাকে চুপ করিয়ে দেয়া হয়
তবু, তবু বন্ধুগণ……
আমার স্বপ্নেরই কথা বলতে চাই
আমার অন্তরের কথা বলতে চাই।

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া
ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া
স্বপ্নের ঐ পাখি ধরতে চাই
আমার স্বপ্নেরই কথা বলতে চাই
আমার অন্তরের কথা বলতে চাই।
আমার স্বপ্নেরই কথা বলতে চাই
আমার অন্তরের কথা বলতে চাই।
আমার স্বপ্নেরই কথা অন্তরের কথা
স্বপ্নেরই কথা অন্তরের কথা
স্বপ্নেরই কথা অন্তরের কথা বলতে চাই।
আমি বলতে চাই, আমি বলতে চাই, আমি বলতে চাই ……




লিরিক্স জমা দিয়েছেনঃ

মহসিন আলম

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole