গানের কথা
গানের শিরোনামঃ বাড়ি ফেরা
ব্যান্ড/একক/মিক্সডঃ একক অ্যালবাম
শিল্পীঃ সঞ্জীব চৌধুরী
অ্যালবামঃ স্বপ্নবাজি
সঙ্গীত/কম্পোজারঃ বাপ্পা মজুমদার
প্রকাশক কোম্পানিঃ সঙ্গীতা
প্রকাশ সালঃ ২০০৫
যাই পেরিয়ে এই যে সবুজ বন
যাই পেরিয়ে ব্যস্ত নদী অশ্রু আয়োজন
যাই পেরিয়ে সকাল দুপুর রাত (সকাল দুপুর রাত)
যাই পেরিয়ে নিজের ছায়া বাড়িয়ে দেয়া হাত।
রাত জাগা পথ তাকে ছুঁয়েছে কি এমন
ছোঁয়া যায় তবে পথ নিরবধি (নিরবধি)
যাই পেরিয়ে নাম ছাড়া ঐ গ্রাম
যাই পেরিয়ে বীজন সাঁকো প্রিয় কোন নাম।
যাও ফিরে ঘুম
একা জেগে শুধু রই আমি
ঘরে ফিরে যাক ঘর ছাড়া পাখি
যাও ফিরে ঘুম
একা জেগে শুধু রই আমি
ঘরে ফিরে যাক ঘর ছাড়া পাখি।
রাত জাগা পথ তাতে ছুঁয়েছে কি এমন
ছোঁয়া যায় তবে পথ নিরবধি (নিরবধি)
যাই পেরিয়ে সকাল দুপুর রাত
যাই পেরিয়ে নিজের ছায়া বাড়িয়ে দেয়া হাত (ওহো)।
ঘুম ভাঙা পথ শেষ হতে বলো কতো বাকী
ভোর হবে বলে চোখ মেলে রাখি।
ঘুম ভাঙা পথ শেষ হতে বলো কতো বাকী
ভোর হবে বলে চোখ মেলে রাখি।
রাত জাগা পথ তাতে ছুঁয়েছে কি এমন
ছোঁয়া যায় তবে পথ নিরবধি (নিরবধি)।
যাই পেরিয়ে সকাল দুপুর রাত
যাই পেরিয়ে নিজের ছায়া বাড়িয়ে দেয়া হাত।
রাত জাগা পথ তাতে ছুঁয়েছে কি এমন
ছোঁয়া যায় তবে পথ নিরবধি (নিরবধি)।
যাই পেরিয়ে এই যে সবুজ বন
যাই পেরিয়ে ব্যস্ত নদী অশ্রু আয়োজন (ওমহো)।
লিরিক্স জমা দিয়েছেনঃ