গানের কথা
গানের শিরোনামঃ স্মৃতি নিয়ে
ব্যান্ড/একক/মিক্সডঃ এল আর বি
শিল্পীঃ আইয়ুব বাচ্চু
অ্যালবামঃ এল আর বি-২
গীতিকারঃ হোসেন ইমাম
সুরকারঃ আইয়ুব বাচ্চু
সঙ্গীত/কম্পোজারঃ আইয়ুব বাচ্চু
প্রকাশক কোম্পানিঃ সারগাম
প্রকাশ সালঃ ১৯৯২
আমি যাবো চলে দূরে বহুদূরে
গান শুধু রবে আমার স্মৃতি নিয়ে
আমি যাবো চলে দূরে বহুদূরে
গান শুধু রবে আমার স্মৃতি নিয়ে।।
শালালালালা লালালালালল্লা।।
বুকে কত জ্বালা ছিলো যে আমার
মনে কত কথা ছিলো যে বলার।।
বুঝেও বুঝলো না
শুনেও শুনলো না
এই মনে কত ব্যাথা।
শালালালালা লালালালালল্লা।।
কত আশা ছিলো বেঁচে থাকার
বেঁচে থাকা বুঝি হলো না আমার।।
মনে রেখো আমাকে
সারাদিন সারাবেলা
ভুলে কভু যেও না।
শালালালালা লালালালালল্লা।।
আমি যাবো চলে দূরে বহুদূরে
গান শুধু রবে আমার স্মৃতি নিয়ে।।
শালালালালা লালালালালল্লা।।
লিরিক্স জমা দিয়েছেনঃ