গানের কথা
গানের শিরোনামঃ হ্যাপী
ব্যান্ড/একক/মিক্সডঃ এল আর বি
শিল্পীঃ আইয়ুব বাচ্চু ব্যাক: টুটুল
অ্যালবামঃ এল আর বি-২
গীতিকারঃ আইয়ুব বাচ্চু
সুরকারঃ আইয়ুব বাচ্চু
সঙ্গীত/কম্পোজারঃ আইয়ুব বাচ্চু
প্রকাশক কোম্পানিঃ সারগাম
প্রকাশ সালঃ ১৯৯২
”আবার এলো যে সন্ধ্যা ।”
যার মূখ ভরা ছিল মিষ্টি হাসি
যার চোখ জূড়ে ছিল সরলতা
যার কণ্ঠ জূড়ে ছিল ” এই নীল মণিহার”
যার দু হাঁতে বেজে উঠত ” পিয়ানো গিটার”
যে ছিল এক সংগীত পূজারী……।
সেই হ্যাপি , প্রিয় হ্যাপি ।।
আমাদের প্রিয় হ্যাপি……।।
প্রথম পরিচয়ে হ্যাপীকে সবাই খুব আপন করে নিত সহজেই
হ্যাপি ছিল তাদেরই একজন যাঁরা হিংসা বিদ্বেষ এরিয়ে চলে।
তবুও কোথাও যেন হ্যাপির মনে
বড় দুঃখ ছিল তাই গেয়ে গেল-
” এই পৃথীবির বুকে আসে যারা নেই কি কোন আশা
আমি একা হলেম নাকি দিশেহারা।।”
সেই হ্যাপি , প্রিয় হ্যাপি ।।
আমাদের প্রিয় হ্যাপি……।।
হ্যাপী ছিল উদার সাগরের মত তাই
সবার বিপদে দিত হাত বাড়িয়ে
সমাধান হলে শেষ ধীরে ধীরে সকলেই
হ্যাপীর হাতটা নিত ছাড়িয়ে ।
কোন এক অজানা ব্যথা নিয়ে বুকে
আমাদের ছেড়ে হ্যাপী চলে গেছে
সুরে সুরে কিছু কথা কিছু ব্যথা
গান করে রেখে আমাদের কাছে-
”আজ আছি কাল নেই
অভিযোগ রেখোনা
অধরের ঐ হাসি
মুছে ফেলোনা ।”
সেই হ্যাপি , প্রিয় হ্যাপি ।।
আমাদের প্রিয় হ্যাপি……।।
লিরিক্স জমা দিয়েছেনঃ