গানের শিরোনামঃ ১৯ কিংবা কুঁড়ি

ব্যান্ড/একক/মিক্সডঃ এল.আর.বি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ তবুও

গীতিকারঃ কাওসার আহমেদ চৌধুরী

সুরকারঃ আইয়ুব বাচ্চু

সঙ্গীত/কম্পোজারঃ এল.আর.বি

প্রকাশক কোম্পানিঃ সারগাম

প্রকাশ সালঃ ১৯৯৪

দেয়াল ঘড়িতে এগারোটা বেজে কুঁড়ি।
জানালার কাছে রাত জাগে একা ঊর্মিলা চৌধুরী॥
উপন্যাসের পাতায় যখন এই কথাগুলো পড়ি।
তখন আমার বয়স হয়তো ১৯ কিংবা কুঁড়ি॥

মনে আছে আজো সেই নায়িকার ব্যথা,
ঢেউ তুলেছিলো আমার তরুণ প্রাণে,
আমার রাতের ঘুম করেছিল চুরি।
তখন আমার বয়স হয়তো ১৯ কিংবা কুঁড়ি॥

জানিনা কোথায় হারিয়ে গিয়েছে সেই কাব্যের কবি।
আর উপন্যাসের নায়িকা সেই যে ঊর্মিলা চৌধুরী॥

মনে পড়ে নাতো সেই গল্পের শেষে,
কি যে ঘটেছিলো সেই রাত অবসানে।
ঘড়ির কাঁটার পথ দিয়েছিলো পাড়ি।
তখন আমার বয়স হয়ত ১৯ কিংবা কুঁড়ি॥

দেয়াল ঘড়িতে এগারোটা বেজে কুঁড়ি।
জানালার কাছে রাত জাগে একা ঊর্মিলা চৌধুরী।
উপন্যাসের পাতায় যখন এই কথাগুলো পড়ি।
তখন আমার বয়স হয়তো ১৯ কিংবা কুঁড়ি॥




লিরিক্স জমা দিয়েছেনঃ

মিশাল মাহমুদ

শেয়ার করুন:

Optimized by Optimole