গানের কথা
গানের শিরোনামঃ স্বপ্ন সবাই দেখে
ব্যান্ড/একক/মিক্সডঃ সোলস
শিল্পীঃ পার্থ বড়ুয়া
অ্যালবামঃ মেয়ে (ব্যান্ড মিক্স)
গীতিকারঃ আশরাফ বাবু
প্রকাশক কোম্পানিঃ প্রাইম অডিও
প্রকাশ সালঃ 2000
স্বপ্ন সবাই দেখে
ক’জনার সত্যি হয়
কি করে বলি ,দুঃস্বপ্নের রাত দু’চোখে
সবারই সুখ আসে
ক’জনা সুখী হয়
আমার সুখে এখন অজানা দুঃখ ভীড় করে
ক্ষয়ে যাওয়া অধিকার
পিছু টানে বারে বার
হারানো ক্ষণ দু’জনা , পিছু টানে বারেবার
সবারই সুখ আসে
ক’জনা সুখী হয়
আমার সুখে এখন অজানা দুঃখ ভীড় করে
কিছু প্রহর নীরবে
কিছু প্রহর বিরহে
কিছু কাটে ভাবতে
কিছু স্মৃতি আসলে.
সবারই সুখ আসে
ক’জনা সুখী হয়
আমার সুখে এখন অজানা দুঃখ ভীড় করে
স্বপ্ন সবাই দেখে
ক’জনার সত্যি হয়
কি করে বলি ,দুঃস্বপ্নের রাত দু’চোখে II
লিরিক্স জমা দিয়েছেনঃ