গানের শিরোনামঃ পাহাড়ের চূড়ায়

ব্যান্ড/একক/মিক্সডঃ আর্ক

শিল্পীঃ হাসান

অ্যালবামঃ টোন & টিউন

গীতিকারঃ হাসান

সুরকারঃ হাসান & পঞ্চম

সঙ্গীত/কম্পোজারঃ পঞ্চম

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ১৯৯৯

আমি পাহাড়ের চূড়ায় দাঁড়াতে পারি ঠায়
আমি সাগরের উত্তাল তরঙ্গ ভেদে যাই।
আমি মরুময় এ পাড়ে পাড়ি জমাতে চাই
যদি ও পাড়ের শীতলে তোমার চিহ্ন রয়।
একটু ভিতুও নই, ও বুনো হিংস্রতায়
এনে দেব ছিনিয়ে যত দুর্লভ যা চাই।
শত রাত্রি বিনিদ্র যাপন পারি অবলীলায়…
নির্মলও ভোরে তোমার হাসির প্রতীক্ষায়।
ঝিরি ঝিরি বর্ষণে প্রদীপ শিখা জ্বেলে
জেগে রব একলা হৃদয় উষ্ণতায়……

সীমানা ছাড়িয়ে সুদূরে হে হে , হাজারো মানুষের ভীড়ে।
হারিয়ে কি গেছ জানিনা… খুজে পেতে যেতে দূর অজানায়।

ও ও ও, একটু ভিতুও নই, ও বুনো হিংস্রতায়
এনে দেব ছিনিয়ে যত দুর্লভ যা চাই।
তোমায় ………

আমি পাহাড়ের চূড়ায় দাঁড়াতে পারি ঠায়
আমি সাগরের উত্তাল তরঙ্গ ভেদে যাই।
আমি মরুময় এ পাড়ে পাড়ি জমাতে চাই
যদি ও পাড়ের শীতলে তোমার চিহ্ন রয়।
একটু ভিতুও নই, ও বুনো হিংস্রতায়
এনে দেব ছিনিয়ে যত দুর্লভ যা চাই।
শত রাত্রি বিনিদ্র যাপন পারি অবলীলায়…
নির্মলও ভোরে তোমার হাসির প্রতীক্ষায়।
ঝিরি ঝিরি বর্ষণে প্রদীপ শিখা জ্বেলে
জেগে রব একলা হৃদয় উষ্ণতায়……




লিরিক্স জমা দিয়েছেনঃ

মহসিন আলম

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও