Shorer Kotha

শহরের কথা ঊঠলে একটা জনসমুদ্র চলে আসে, রাস্তা মানেই অবারিত নদী, গনমানুষের জোয়ার ভাটার টানে ব্যস্ততা আর ঘরে ফেরা নিয়ে যদি…… গান লেখা হয়, গানের শরীরে শহরের ছবি ভাসে। শহর মানেই আমরা একটা গণআদালত বুঝি, শহুরে ক্লাউন গাছগুলো জুরি, সংস্কৃতির বেদম বিচার জানে জোছনা রাতে চাঁদের চরকা বুড়ী, বিচারে রায়ে আমরা সবাই হাত পা হৃদয় […]

Shuvro Rongin

শুভ্র রঙ্গীন, আকাশেরও দিন, তোমায় সেই জনতার গল্প শোনায়। অলস দুপুর ক্লান্ত নুপুর, স্বপ্ন দেখায় তারায় তারায় । স্বপ্ন দেখি সবুজ নিশান তোমায় নিয়ে জলসা দেখা। লড়াই যেমন ঝড়ের রাতে হেরে গেলেও বাঁচতে শেখা। শুভ্র রঙ্গীন, আকাশেরও দিন, তোমায় সেই জনতার গল্প শোনায়। লড়াই শেখায় তোমায় আমায়, “come on baby light my fire” তোমায় দেখে […]

Lal Nil Golpo

এখনই সময় পাড়ি দিতে দিগন্ত কত দূর যেতে হবে? সীমানা অজানা অচেনা পথে কত দূর যেতে হবে? যেতে পার তোমরাও যেতে পার বহুদূর জেনে যাও নিশ্চিত পরাজয় বহুদূর সীমানায় লাল নীল গল্পে নাগরিক সংকট ছাড়বে না তোমায়। লাল নীল গল্পে তোমাদের দেখা যায় তোমাদের পরাজয় আমাদের গল্প হয়ে যায়। গল্পে তোমারাও যেতে পার সীমানায় সীমানার […]

Ghum

কথা ছিলো সূর্যের মৃত্যুকালে ছিনাবি তাহার আত্মা। কথা ছিলো নীল মেঘ হতে নিয়ে আসবি যন্ত্রনা। কথা ছিলো পাপ হতে ধুয়ে ফেলবি তোর শঙ্খ শরীর । কথা ছিলো সাঁঝকালে ভালবাসবি মোর নীরজাকে। শুয়ে শুয়ে হাত পাতি আধার মাঝে যদি ঝরে পড়ে তোর অশ্রু। কান পাতি শব্দহীন অলিক চরাচর যদি ভেসে আসে তোর আহবান। ঘুম ভেঙ্গে জেগে […]

Shunno

আমার ঘরে জন্ম হলো আমার ঘরেই বসবাস ঘরের আলোয় আমার সর্বনাশ । ছিলো ঘরে তেলের প্রদীপ, টিমটিমে তার আলো ভরসা ছাড়াই জীবন সুধা, আমার ঘরের আধার কোণে লুকিয়ে থাকাই ভালো । আধার আমার তেল ফুরালে, সন্ধ্যে নিয়ে আসে বারো মাসে সতেরো জীবন, বছর ঘুরে থামলো যখন আমায় ভালবাসে……….আমায় ভালবাসে সিড়ি ভেঙ্গে এ ওর বোঝা, করলো […]

Nishchup Adhar

উড়তে কি পারো বন্ধু আমার? ধরতে কি পারো তুমি মেঘের জল? গাইতে কি পারো তুমি আমার গান? শুনতে কি পারো তুমি আমার কান্না? দেখতে কি পারো নিঃস্ব প্রাতে নিঃসঙ্গ মোর একলা চলা । ভাসতে কি পারো তুমি আমার সুরে বুঝতে কি পারো তুমি আমার কথায়? মিথ্যার বেসাতিতে তোমার জগৎ । র্স্পশ করো তুমি আমার কষ্ট […]

Hoyna

হয়না আর এমনতো হয়না নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না। সূর্য লাল বৃক্ষ সবুজ, আমি কান্দি ঘরের কোনায়, তুমি অবুঝ। বৃক্ষ আকাশ সূর্য মিলে ঝরনার কথা কয় না, নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না। মেঘ কালো আধার কালো মৃত্যুর বুঝি মরন হলো। উদাস আকাশ, উত্তাল বাতাস পথের বাঁকে রয় না নদীর বুকে বৃষ্টি […]

Nodi

গাঁয়ের পাশে ছোট্ট নদী, স্বপ্ন মাঝে হারাই যদি, সেই নদীটা ছন্দে হাসে নিরবধি, ভালবাসে। ভরা গাঙ্গে ভরা নাঁওয়ে মাতাল চিরন্তন সত্যমতে পাপের খেলায় অবাধ আগমন। মনে মনে ভীষণ খেলা কথার ফাকে মনের মেলা, সেই মনেতে ছন্দে হাসে নিরবধি। ভালবাসে। দিনে রাতে নদীর বুকে কালের দীর্ঘশ্বাস সরল দেহে জলের ধারা বহে বার মাস। আমার নদী আমার […]

Sharthopor

চলে যদি যাবি দূরে স্বার্থপর আমাকে কেন জোছনা দেখালি হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর পাথরের বুকে ফুল কেন ফোঁটালি। ওউওউ… আমারই সীমানায় সে তো তোর ছায়া সেখানে করে বিচরণ দুঃখের নিবাস ওউওউ… রাখিস কি খবর তোর আঘাতেই জমে গেছে নীল আকাশের জমিনে নীল বেদনা।। জানি না কোন প্রহরে হয়েছিলো যে পরিচয় কি পেলাম কি হারালাম সে […]

Icche Ghuri

এই হাওয়ায় ওড়াও তুমি, তোমার যত ইচ্ছে ঘুড়ি চুপি চুপি মেঘের মেলা, তোমার আকাশ করছে চুরি সূর্য বসাও আকাশের নীল, ইচ্ছের রঙ গোলাপী হলে দিগন্ত রেখায় সূর্য নামে, ব্যস্ত সময় যাচ্ছে চলে। হঠাৎ খেয়ালী এ ঝড়ো হাওয়ায়, উড়ছে তোমার ইচ্ছে ঘুড়ি ওড়াও ওড়াও সুতোর টানে, আকাশের নীল যাচ্ছে চুরি। শুভ্র সেই মেঘের ভীড়ে, তোমার সব […]

Optimized by Optimole