গানের শিরোনামঃ নীল বেদনা

ব্যান্ড/একক/মিক্সডঃ এল আর বি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ ক্যাপসুল ৫০০ এমজি

গীতিকারঃ লতিফুল ইসলাম শিবলী

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ১৯৯৬

রাত ঘুম নেই আমার চোঁখে, আছি জেগে এই চন্দ্রালোকে
নীল জোছনায়, তুমি কোথায়?
​বুক ভরা শুধু দুঃখের ক্ষত, বাউলের একতারার মত
এই আমায় শুধু কাঁদায়।

নীল বেদনায় ঘিরে রয়েছে আমায়,
দূর অতীতের দুঃখ ডাকে আমায়।— I I

তুমি এ রাতে কোন সুদূরে,
মন তায় মেতে অচেনা সুরে চেনায় আমাকে নিয়ে কাছে,
তুমি যেন এক নদীর মত
বলছো আমায় ডেকে কত, আমি তোমাকে ভালোবাসি

তবু কেন যে ধুসর আমার এই পৃথিবী
বোবা অশ্রুতে নোনা হয়ে যায় চেতনা —I I

নীল বেদনায় ঘিরে রয়েছে আমায়,
দূর অতীতের দুঃখ ডাকে আমায়।— I I

একাকী একজন এই আমি, শহরের যত ক্লান্তি আমায়
আপন করে- বুকে জড়ায়
ক্লান্ত রাজপথ ঘুমালো যখন,তুমিও আমার কবিতা তখন
ধীরে ধীরে জেগে ওঠো

একাকী একজন এই আমি, শহরের যত ক্লান্তি আমায়
আপন করে- বুকে জড়ায়




লিরিক্স জমা দিয়েছেনঃ

Sajedur Rahman

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও