গানের শিরোনামঃ কিশোর কিশোরী

ব্যান্ড/একক/মিক্সডঃ এল আর বি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ হারজিৎ

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

মেয়েটি ১৬ কিংবা ১৭
ছেলেটি ১৯ নয়তো ২০
এই হাসি, এই চোখে জল নিয়ে
আবেগে শুধু ভালোবাসাবাসি।
দুই হৃদয়, আবগের স্বপ্ন আঁকা
হাত কেটে, রক্তে চিঠি লেখা।
কে বেশি ভালোবাসে তাই নিয়ে
কখনও বা একটু বাড়াবাড়ি।
হৃদয়ঘটিত স্বপ্ন পথের পথচারী
ভালোবাসায় মগ্ন কিশোর আর কিশোরী।
হৃদয়ঘটিত সপ্ন পথের পথচারী
ভালোবাসায় মগ্ন কিশোর আর কিশোরী।

বাবা মার কঠোর শাসন
সে প্রেমের কাছে হার মেনেছে।
যতই বাঁধা আসুক
তারা ভাঙ্গবেনা ভেবে নিয়েছে।
যদি যায় জীবন করে নেবে আপন
এই কথা পণ করেছে,
ভালোবাসা ছাড়া বেঁচে থাকা বৃথা
নিবিড় বাঁধনের কাছে।
হৃদয়ঘটিত স্বপ্ন পথের পথচারী
ভালোবাসায় মগ্ন কিশোর আর কিশোরী।
হৃদয়ঘটিত স্বপ্ন পথের পথচারী
ভালোবাসায় মগ্ন কিশোর আর কিশোরী।

মেয়েটি ১৬ কিংবা ১৭
ছেলেটি ১৯ নয়তো ২০
এই হাসি, এই চোখে জল নিয়ে
আবেগে শুধু ভালোবাসাবাসি।
দুই হৃদয়, আবগের স্বপ্ন আঁকা
হাত কেটে, রক্তে চিঠি লেখা।
কে বেশি ভালোবাসে তাই নিয়ে
কখনও বা একটু বাড়াবাড়ি।
হৃদয়ঘটিত স্বপ্ন পথের পথচারী
ভালোবাসায় মগ্ন কিশোর আর কিশোরী।
হৃদয়ঘটিত সপ্ন পথের পথচারী
ভালোবাসায় মগ্ন কিশোর আর কিশোরী।




লিরিক্স জমা দিয়েছেনঃ

মহসিন আলম

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole