গানের কথা
গানের শিরোনামঃ কারবালা
ব্যান্ড/একক/মিক্সডঃ স্বাধীনতা
শিল্পীঃ হাসান
অ্যালবামঃ কারবালা
গীতিকারঃ জাহাঙ্গীর হায়দার দীপন
সুরকারঃ ফুয়াদ ইবনে রাব্বি
প্রকাশক কোম্পানিঃ সঙ্গীতা
তিন দিন আর তিন রাত্রি কারবালা মরু পথে
ছয় হাজার অন্ধ যাত্রী সঙ্গে বীর হোসেন।
ফোরাত নদীর বুকে জেগেছিল কত ঢেউ
তবু এক ফোঁটা পিপাসার জল মুখে তুলে দেয়নি কেউ!
হায় হোসেন হায় হোসেন কেঁদেছিলে পিপাসায়
হায় হোসেন হায় হোসেন হায় হোসেন!!
হায় হোসেন হায় হোসেন কেন এসেছিলে এই কারবালায়?
হায় হোসেন হায় হোসেন – হোসেন… হোসেন… হোসেন!!
বেঈমান আর কাপুরুষ এজিদের লক্ষ সেনা
পারেনিতো রুখতে তোমার নির্ভীক সাথীদের।
আল্লাহ্’র বান্দার বুকে ছিলনাতো মৃত্যুর ভয়
শুধু বুক ফাঁটা তৃষ্ণারই কষ্ট এনে দিল পরাজয়।
হায় হোসেন হায় হোসেন কেঁদেছিলে পিপাসায়
হায় হোসেন হায় হোসেন হায় হোসেন!!
হায় হোসেন হায় হোসেন কেন এসেছিলে এই কারবালায়?
হায় হোসেন হায় হোসেন – হোসেন… হোসেন… হোসেন!!
হায় হোসেন হায় হোসেন কেঁদেছিলে পিপাসায়
হায় হোসেন হায় হোসেন হায় হোসেন!!
হায় হোসেন হায় হোসেন কেন এসেছিলে এই কারবালায়?
হায় হোসেন হায় হোসেন – হোসেন… হোসেন… হোসেন!!
লিরিক্স জমা দিয়েছেনঃ