গানের শিরোনামঃ হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা

ব্যান্ড/একক/মিক্সডঃ আর্ক

শিল্পীঃ হাসান

অ্যালবামঃ দেখা হবে বন্ধু

গীতিকারঃ গোলাম মোর্শেদ

সুরকারঃ লাকী আখন্দ

সঙ্গীত/কম্পোজারঃ বাপ্পা মজুমদার ও ফান্টি

প্রকাশক কোম্পানিঃ প্রাইম অডিও

প্রকাশ সালঃ ১৯৯৯

ওয়াও …… হুমহুমহুম ও হুমহুম … ওহো ……
হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা
কিছু ভালোবাসা দাও।
হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা
কিছু ভালোবাসা দাও।
জীবনের বন্দরে ভেসে ভেসে
ভিড়েনি এসে
এক জোড়া মায়াবিণী চোখ।

হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা
কিছু ভালোবাসা দাও।
উ হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা
কিছু ভালোবাসা দাও।
জীবনের বন্দরে ভেসে ভেসে
ভিড়েনি এসে
এক জোড়া মায়াবিণী চোখ,
এক জোড়া মায়াবিণী চোখ।

ও এহেহেহেহে … এহে … ওহো ……

কোনদিন আসেনি প্রেম কাছে
চারদিকে শুধু অবহেলা।
শ্যাওলা কাদায় ভরে গেছে
এ মনের স্বপ্ন ভেলা।
কোনদিন আসেনি প্রেম কাছে
চারদিকে শুধু অবহেলা।
শ্যাওরা কাদায় ভরে গেছে
এ মনের স্বপ্ন ভেলা
হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা……

রোদের উৎপাতে জ্বলছে সকাল
আরও কতকাল লাগে ভালো
যদি বৃষ্টি দাও দু চোখের দৃষ্টিতে।
তুমি মেঘের বালিশে রেখো মাথা
আমি মনের আভ্রু খোলে
হাজার বছর ধরে তোমার
পরশ নেবো নির্ঘুম।

যদি চাও… যদি চাও… যদি চাও……

হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা
কিছু ভালোবাসা দাও।
হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা
কিছু ভালোবাসা দাও।
জীবনের বন্দরে ভেসে ভেসে
ভিড়েনি এসে।
এক জোড়া মায়াবিণী চোখ,
এক জোড়া মায়াবিণী চোখ।

ও নানান্না … ও নানান্না ………




লিরিক্স জমা দিয়েছেনঃ

মহসিন আলম

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole