গানের কথা
গানের শিরোনামঃ হয়না
ব্যান্ড/একক/মিক্সডঃ শিরোনামহীন
শিল্পীঃ তুহিন
অ্যালবামঃ জাহাজি
গীতিকারঃ তুহিন
সুরকারঃ তুহিন
প্রকাশক কোম্পানিঃ জি সিরিজ
প্রকাশ সালঃ ২০০৪
হয়না আর এমনতো হয়না
নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না।
সূর্য লাল বৃক্ষ সবুজ,
আমি কান্দি ঘরের কোনায়, তুমি অবুঝ।
বৃক্ষ আকাশ সূর্য মিলে
ঝরনার কথা কয় না,
নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না।
মেঘ কালো আধার কালো
মৃত্যুর বুঝি মরন হলো।
উদাস আকাশ, উত্তাল বাতাস
পথের বাঁকে রয় না
নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না।
মেঘের নৃত্য তারার মেলা
সোঁদা মাটি রাঙ্গা আলোয় বৃষ্টির খেলা।
তোমার অশ্রু আমার চলা
একতারেতে রয় না
সাগর জলে ঝরনার চলন মনের কথা কয় না।
লিরিক্স জমা দিয়েছেনঃ