গানের শিরোনামঃ ঘুমন্ত শহরে

ব্যান্ড/একক/মিক্সডঃ এলআরবি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ ঘুমন্ত শহরে

গীতিকারঃ এনজেল সফিক

সুরকারঃ আইয়ুব বাচ্চু

সঙ্গীত/কম্পোজারঃ আইয়ুব বাচ্চু

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ১৯৯৫

ঘুমন্ত শহরে রূপালী রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি আছি তোমার স্মৃতিতে।
ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙে
তুমি আমি একই শহরে।

তবুও একাকী ভিন্ন গ্রহে!

মনে পড়ে সেই নিয়ন জ্বলা রাতে
অনন্ত প্রেম দিয়েছি উজার করে।
নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে
পথে হেঁটেছি বাঁধা দুটি হাতে।
দূর আঁধারের ভালোবাসায় হারাতে
ছুটেছিলাম সেই রূপালী রাতে।

এই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে
নিশি ব্যস্ত মানুষ হয়েছি কেমনে,
সমুদ্র কোলাহলের মত অবিরাম ক্ষণে
নগরের যত বিষাদ আমাকে ভর করে,
দরজার চৌকাঠকে পিঁড়ি বানিয়ে
বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে।

ঘুমন্ত শহরে রূপালী রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি আছি তোমার স্মৃতিতে।
ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙে
তুমি আমি একই শহরে।

তবুও একাকী ভিন্ন গ্রহে!




লিরিক্স জমা দিয়েছেনঃ

মোঃ তানভীর হাসান

শেয়ার করুন:

Optimized by Optimole