গানের শিরোনামঃ একজন জারজ সন্তান

ব্যান্ড/একক/মিক্সডঃ এল আর বি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ তবুও

গীতিকারঃ বাপ্পী খান

সুরকারঃ আইয়ুব বাচ্চু

সঙ্গীত/কম্পোজারঃ আইয়ুব বাচ্চু

প্রকাশক কোম্পানিঃ সারগাম

প্রকাশ সালঃ ১৯৯৪

পরিচয় নিয়ে প্রশ্নের ঝড়/ এলোমেলো হয় যখন
রক্ত মাখা উৎস খুঁজতে/ হয়রান একজন।
সচেতনাতার এই সমাজে/ ভালোবাসার মূল্য দিতে
নষ্ট বীর্য যার জঠরে/ জন্ম দিয়েছে কারো।

লজ্জা লুকাতে এই পৃথিবীতে/ সমাজের কাছে সতী বনে যেতে
সেই শিশুটিকে ফেলে দেয়া হলো/ আবর্জনার ময়লা চাদরে।
চিন্তা মুক্ত মেয়ের বাবা-মা/ বিয়ের পাত্র খোঁজে
সেই শিশুটি পরিনিত হয়/ জারজ সন্তানে।

নিঃসন্তান কোনো একজন/ কুড়িয়ে নিয়েছে তারে
বন্ধ্যা বউয়ের মলিন মুখে/ হাসি ফোটাবার তরে।
ভেবেছিলো তারা সব সুখ দেবে/ জড়ো করে ছেলেটিকে
শৈশব তার তবু কেটে গ্যাছে/ দরজা দরজাতে।

যৌবন তার গতানুগতিক/ একটি কাজের খোঁজে
চরিত্রহীন বাবার মত/ হতে চায়না সে।
অতীত যদিও কালো আধারীতে/ পিছ্‌পা হয়নি সে
যতদূর পারে জীবন চালায়/ দু’মুঠো খাবার পেতে।

বলি সেসব বাবা আর মা’কে/ ঠিকানা মেলেনি যাদের
ক্ষণিকের সুখে নষ্টামিতে/ সাবধানতা আনেন।।

দিন চলে যায় সেই ছেলেটির, সংসার চালাতে গিয়ে
দু’চোখ বুঁজে মাঝে মাঝে তবু
রক্তের উৎস খুঁজছে।
একজন জারজ সন্তান।।।।




লিরিক্স জমা দিয়েছেনঃ

আব্দুল্লাহ-আল-মামুন শামীম

শেয়ার করুন:

Optimized by Optimole