গানের শিরোনামঃ একবার বলে যাও

ব্যান্ড/একক/মিক্সডঃ ​পেপার রাইম

অ্যালবামঃ ​পেপার রাইম

গীতিকারঃ রাশেদ ইকবাল

সুরকারঃ রাশেদ ইকবাল

সঙ্গীত/কম্পোজারঃ রাশেদ ইকবাল

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ১৯৯৬

রাত্রি নামে পাষান এ শহরে
মেলে না কারণ মেলেনা সাড়া
নিরব এই নগরী
জেঁগে থাকা আমি এক দিশেহারা

একবার বলে যাও
কোন সে অপরাধ মুক্তির না

প্রশ্ন গুলো হয়ে যায় আড়ালে
কখনও তোমার হলো না জানা
অচেনা এ রাত্রি
কত চেয়ে আপন তুমি ছাড়া

একবার বলে যাও
কোন সে অপরাধ মুক্তির না

কখনও একাকী লাগেনি তোমার
হয়নি মনে আমি বড় একা II
​একবার বলে যাও
কোন সে অপরাধ মুক্তির না​

​রাত্রি নামে পাষান এ শহরে
মেলে না কারণ মেলেনা সাড়া
নিরব এই নগরী
জেঁগে থাকা আমি এক দিশেহারা

একবার বলে যাও
কোন সে অপরাধ মুক্তির না​




লিরিক্স জমা দিয়েছেনঃ

Sajedur Rahman

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও