গানের শিরোনামঃ এই শহর

ব্যান্ড/একক/মিক্সডঃ সোলো

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ প্রেম তুমি কি?

গীতিকারঃ আইয়ুব বাচ্চু

সুরকারঃ আইয়ুব বাচ্চু

সঙ্গীত/কম্পোজারঃ আইয়ুব বাচ্চু

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ২০০০

এই শহর এখন ঘুমিয়ে গেছে
এখানে কোথাও কেউ জেগে নেই
শুধু জেগে আছি আমি,
আর জেগে আছো তুমি,
জেগে আছে দূরের ঐ রুপালী চাঁদ।
শুধু জেগে আছি আমি
আর জেগে আছো তুমি
জেগে আছে দূরের ঐ রুপালী চাঁদ।
এই শহর এখন ঘুমিয়ে গেছে
এখানে কোথাও কেউ জেগে নেই।

পুরনো চিঠি পড়ে কেটে যায় রাত আমার
পুরনো স্মৃতি ভেবে কেটে যায় রাত তোমার
রাতের ঐ নিরবতা থেমে যায় সব কথা
ঘুমে থাকে জীবনের ব্যস্ততা।

এই শহর এখন ঘুমিয়ে গেছে
এখানে কোথাও কেউ জেগে নেই।

গীটারে সুর তুলে কেটে যায় রাত আমার
রুমালে ফুল তুলে কেটে যায় রাত তোমার
গল্পের বই পড়ে কখন যে একা করে
ফুরিয়ে যায় ঐ চাদের আলো।

এই শহর এখন ঘুমিয়ে গেছে
এখানে কোথাও কেউ জেগে নেই
শুধু জেগে আছি আমি,
আর জেগে আছো তুমি,
জেগে আছে দূরের ঐ রুপালী চাঁদ।
শুধু জেগে আছি আমি
আর জেগে আছো তুমি
জেগে আছে দূরের ঐ রুপালী চাঁদ।
এই শহর এখন ঘুমিয়ে গেছে
এখানে কোথাও কেউ জেগে নেই।




লিরিক্স জমা দিয়েছেনঃ

মহসিন আলম

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole