গানের শিরোনামঃ দু’বেলা দু’মুঠো

ব্যান্ড/একক/মিক্সডঃ আর্ক

শিল্পীঃ হাসান

অ্যালবামঃ একটি গোলাপ

গীতিকারঃ হাসান

সুরকারঃ হাসান

সঙ্গীত/কম্পোজারঃ পঞ্চম

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ১৯৯৫

দু’বেলা দু’মুঠো ভাতের অন্বেষায়
দিক বে দিক ছুটে পাথর ঘাটিয়ে
রোদ্র খর তাপে বৃষ্টিতে ভিজে
ঘরে ফিরে তারা ক্লান্তির নেশায় বুদ

ছোট্ট ছোট্ট ব্যথা সুখের আলোকে
চিন্তার রাজ্যে আবেগ মিশিয়ে
শর্ত ছন্দলয়ে মেলামেশাই
জেগে উঠে তারা সুরের মূর্ছনায়

সুন্দর মনে সুপ্ত বাসনা
শূণ্য হৃদয়ের আশার আলো
অপমান অভিযোগ পেরিয়ে দূর্ভোগ
সুন্দর প্রেমের হৃদয়ে যেন

শ্রমেই সুখ শ্রম ধারায় সৃষ্টি সুখ শ্রম জুড়ে
সুখ প্রেমের আঙ্গিনায় ত্যাগের মহিমায়
আমার জীবনে নেই অন্বেষা সুখ আশা
বন্ধুর পথ জুড়ে আনন্দ হতাশা




লিরিক্স জমা দিয়েছেনঃ

সুজন খান

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও