গানের শিরোনামঃ ​চলে গেলে ​

ব্যান্ড/একক/মিক্সডঃ মাকসুদ ও ঢাকা

শিল্পীঃ মাকসুদুল হক

অ্যালবামঃ (অ) প্রাপ্ত বয়স্কের নিষিদ্ধ

গীতিকারঃ মাকসুদুল হক

সুরকারঃ মাকসুদুল হক

সঙ্গীত/কম্পোজারঃ মাকসুদুল হক

প্রকাশক কোম্পানিঃ জি সিরিজ

প্রকাশ সালঃ ১৯৯৭

চলে গেলে বলে তোমার স্মৃতিকে আমি
সাদা কাফন দিয়ে পারিনি তো চিরনিদ্রায় শোয়াতে
তবু মনের অজান্তে কত শত গানের ভীড়ে
ঘুরে ফিরে গাই, মনে পড়ে যায় শুধু তোমাকে
আমি মনে পড়ার গান ভেবেছি গাইব না
ভুলে যাব তোমায় আমি এমনিতে
তুমি সুখে আছ অনেক ভালো আছ জেনে
কেটে যায় দিন আজ ভ্রান্ত পথে
তবু মনের সমাধিতে কতশত কথার ভীড়ে
না বলা অনেক কথা লুকিয়ে রেখেছি সঙ্গোপনে
তুমি চলে গেলে

চলে গেলে বলে বুকের ভেতরে আমার
কঠিন পাথর চাপা, পারিনি তা শত চেষ্টায় সরাতে
আমি আঁধার সীমান্তে বাঁধা পড়ে আছি
পারিনি তো হায় ফিরে যেতে দূর কোনো আড়ালে
তুমি চলে যাবার পর বুঝেছি আমারই ভুল
বড় দেরি হয়ে গেল এরই মাঝে
আজ শান্ত নদী এসে অনেক স্রোতের পরে
খুঁজে পাইনি কোনো সঙ্গিনী কে
তবু ভোরের কুয়াশাতে অনেক আঁধার ছিল
সে আঁধার দ্বীপে আমায় হারিয়ে জানি না কোন আলোকে
তুমি চলে গেলে

আমি আতর গোলাপ আর বকুল মেখেও তোমায়
পারিনি তো হৃদয় হতে তাড়াতে
তবু আশার আলো হঠাত জ্বলে ওঠে বুকে
ডুবে মন কোনো স্বপ্নলোকে
তুমি পথের সাথী হবে, কথা দিয়েছিলে
সে কথা ভুলে গিয়ে পুড়িয়ে আমাকে কোন অনলে
তুমি চলে গেলে




লিরিক্স জমা দিয়েছেনঃ

Sajedur Rahman

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole