গানের শিরোনামঃ বিবাগী

শিল্পীঃ জেমস

অ্যালবামঃ দুঃখিনী দুঃখ করোনা

গীতিকারঃ লতিফুল ইসলাম শীবলি

সুরকারঃ জেমস

সঙ্গীত/কম্পোজারঃ জেমস

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ১৯৯৭

জীবনের কাছ থেকে লেনদেন বুঝে নিয়ে
প্রেমিকার সবটুকু বিশ্বাস বাজি রেখে
জীবনের কাছ থেকে লেনদেন বুঝে নিয়ে
প্রেমিকার সবটুকু বিশ্বাস বাজি রেখে
ফিরে যাবে সব হারা একজন আজ রাতে
ফিরে যাবে সব হারা একজন আজ রাতে

আলো-আঁধারি ছুঁয়ে ছুঁয়ে
ফিরে যাবে জুয়ার টেবিলে
একজন বিবাগী, একজন বিবাগী।

নিজেকেই উজাড় করা কষ্ট ঝরবে আজ রাতে
ক্লান্ত পথের আঁধার শুধু ফিরবে তার সাথে
নিজেকেই উজাড় করা কষ্ট ঝরবে আজ রাতে
ক্লান্ত পথের আঁধার শুধু ফিরবে তার সাথে
তারপর সবটুকু পরাজয় মেনে নিয়ে
তারপর সবটুকু পরাজয় মেনে নিয়ে

আলো-আঁধারি ছুঁয়ে ছুঁয়ে
ফিরে যাবে জুয়ার টেবিলে
একজন বিবাগী, একজন বিবাগী।

যেটুকু হয়ে গেছে নষ্ট সবটাই এলোমেলো
জীবনের গল্প গুলো যেন রঙ্গিন পাখা পেলো
যেটুকু হয়ে গেছে নষ্ট সবটাই এলোমেলো
জীবনের গল্প গুলো যেন রঙ্গিন পাখা পেলো
তারপর পুড়ে পুড়ে এক বুক ছাই নিয়ে
তারপর পুড়ে পুড়ে এক বুক ছাই নিয়ে

আলো-আঁধারি ছুঁয়ে ছুঁয়ে
ফিরে যাবে জুয়ার টেবিলে

জীবনের কাছ থেকে লেনদেন বুঝে নিয়ে
প্রেমিকার সবটুকু বিশ্বাস বাজি রেখে
জীবনের কাছ থেকে লেনদেন বুঝে নিয়ে
প্রেমিকার সবটুকু বিশ্বাস বাজি রেখে
ফিরে যাবে সব হারা একজন আজ রাতে
ফিরে যাবে সব হারা একজন আজ রাতে

আলো-আঁধারি ছুঁয়ে ছুঁয়ে
ফিরে যাবে জুয়ার টেবিলে
একজন বিবাগী, একজন বিবাগী।




লিরিক্স জমা দিয়েছেনঃ

মহসিন আলম

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole