গানের শিরোনামঃ আবারো এলোমেলো

ব্যান্ড/একক/মিক্সডঃ এল আর বি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ তবুও

গীতিকারঃ সাবের হক

সুরকারঃ আইয়ুব বাচ্চু

সঙ্গীত/কম্পোজারঃ আইয়ুব বাচ্চু

প্রকাশক কোম্পানিঃ সারগাম

প্রকাশ সালঃ ১৯৯৪

মৃদু আলো ডিমলাইটে
কেউ নেই আশেপাশে
জীবনের পূঁজি ক্ষয় করে
সময় বয়ে চলেছে নিমিষে
জলচর প্রাণীর মত আলো পোহাচ্ছে
আমার একাকীত্ব
থেমে আসা বৃষ্টির ফোঁটার মত ঝরছে
আমার এই মুহূর্ত
কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝিনি।

এখন আমি স্বপ্নের পথে হাঁটছি যেনো মাকড়শার মত
এই পথ যেনো আমার কত পরিচিত
আঁধার অনেক আঁধার
চারিপাশে মন বলে তুমি আছো
ডাকলেই সাড়া দেবে তুমি
আঁধারকে করে দেবে আলোময়
প্রতীক্ষার ব্যাকুলতাকে করেছে উপহাস তোমার নীরবতা
তবুও তোমাকেই ডেকেছি আমি আঁধারে চিৎকার করে।

ওয়া আআহা ঘুম ভেঙে গেলো
ওয়া আআহা স্বপ্নটা কেনো এলো
ওয়া আআহা ভুলে থাকা হলো
ওয়া আআহা ওয়া হা ওয়া হা আবারো এলোমেলো।




লিরিক্স জমা দিয়েছেনঃ

আব্দুল্লাহ-আল-মামুন শামীম

শেয়ার করুন:

Optimized by Optimole