গানের শিরোনামঃ আবার মেলায়

ব্যান্ড/একক/মিক্সডঃ ফিডব্যাক

শিল্পীঃ রেশাদ মাহমুদ

অ্যালবামঃ ও ২

গীতিকারঃ আশরাফ বাবু

প্রকাশক কোম্পানিঃ জি সিরিজ

প্রকাশ সালঃ ২০০৩

বাঙ্গালী কন্যা সাজে নববর্ষে
বাসন্তী শাড়ি পড়ে খোপায় ফুল গুঁজে
রিনিঝিনি মল বাজে খঞ্জনির সাথে
বাউলিয়ানার ধুন জাগে গঞ্জে হাটে
এমন দিনে পাগলা হাওয়ায় চলো ঘুরি
বট বৃক্ষ ছায়াতলে গান শুনি
করি সবাই মিলে রং ছোঁড়াছুড়ি
এমন দিনে ভালবেসে চলো মরি
আয় আয় আয়রে আয়
আবার সবাই মেলায় যাই
আয় আয় আয়রে আয়
উৎসবে মাতি সবাই ।।

আজ দেখি বাংলার রুপ
ও বন্ধু, রুপ দেখে ভরে যায় বুক
কৃষাণের হাসি ভরা মুখ
ও বন্ধু, সবুজে মিশে আছে সুখ
ঢাক বাজে ঢোলক বাজে
তার সাথে মন নাচে।।
জৈবতির মনো মাতে
লাগলো দোলা আজ প্রাণে
ও বন্ধু, বাংলা আমায় টানে
আয় আয় আয়রে আয়
আবার সবাই মেলায় যাই
আয় আয় আয়রে আয়
উৎসবে মাতি সবাই ।।

বাঙ্গালী কন্যা সাজে নববর্ষে
বাসন্তী শাড়ি পড়ে খোপায় ফুল গুঁজে
রিনিঝিনি মল বাজে খঞ্জনির সাথে
বাউলিয়ানার ধুন জাগে গঞ্জে হাটে
এমন দিনে পাগলা হাওয়ায় চলো ঘুরি
বট বৃক্ষ ছায়াতলে গান শুনি
করি সবাই মিলে রং ছোঁড়াছুড়ি
এমন দিনে ভালবেসে চলো মরি
আয় আয় আয়রে আয়
আবার সবাই মেলায় যাই
আয় আয় আয়রে আয়
উৎসবে মাতি সবাই ।।




লিরিক্স জমা দিয়েছেনঃ

মহসিন আলম

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও