বাংলা ব্যান্ড ফেইসবুক ভিত্তিক বাংলা ব্যান্ড গানের গ্রুপ, যারা সবসময় চেষ্টা করে ভালো শ্রোতা হতে। ভালো শ্রোতা হিসেবে আমরা মনে করি আমাদের কিছু দায়িত্ব আছে আমাদের সম্পদের [সংগীত] প্রচার, সংরক্ষণ, সুরক্ষা নিশ্চিত করা। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা বাংলা ব্যান্ড এর শুরু থেকে এখন পর্যন্ত যতো অ্যালবাম/গান বেরিয়েছে তাঁর শিল্পীর নাম, অ্যালবাম নাম, কভার ফটো, অ্যালবাম প্রকাশের সাল, গানের কথা, সুর, সংগীত, কম্পোজ, প্রকাশকের নাম ইত্যাদি সংরক্ষণ করতে ও ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই প্রকল্প শুরু করেছি।
এই কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ কাজটি সকল গানের ভক্তের সাহায্য ছাড়া সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। কষ্ট সাধ্যের পাশাপাশি হারিয়ে যাওয়া গান ও তাঁর সকল তথ্য আবার সংগ্রহ করাতে সকলের সাহায্য দরকার। তাই, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা বাংলা ব্যান্ড গানের ডিজিটাল আর্কাইভ করার প্রয়াস করেছি। আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।
ধন্যবাদ
বাংলা ব্যান্ড টিম