গানের কথা
গানের শিরোনামঃ যেদিন আমি রবোনা
ব্যান্ড/একক/মিক্সডঃ এল আর বি
শিল্পীঃ আইয়ুব বাচ্চু
অ্যালবামঃ অচেনা জীবন
গীতিকারঃ আইয়ুব বাচ্চু
সুরকারঃ আইয়ুব বাচ্চু
সঙ্গীত/কম্পোজারঃ আইয়ুব বাচ্চু
প্রকাশক কোম্পানিঃ সি এম ভি
প্রকাশ সালঃ ২০০৩
রেখো আমাকে মনে মনে রোখো
হৃদয়ের গভীরে রেখো
প্রতিটিক্ষণ মনে রেখো
ডেকো চোখ বুজেঁ মনে মনে ডেকো
রংধনু সাত রং-এ আঁকো
উদাসী প্রেমের ছবি আঁকো ।
যেদিন আমি রবোনা
অভিযোগ করোনা।।
তারার মাঝে খুঁজে নাও আমায়।
যেদিন থেকে আমি তোমাকে
প্রথম জেনেছি
জেনেছি এই পৃথিবীতে তুমি
আমার আপন ।।
আকাশে যদি দেখ মেঘ জমেছে
মনে রেখ তুমি
মেঘের আড়াল থেকে
তোমাকে দেখছি আমি ।।
লিরিক্স জমা দিয়েছেনঃ