গানের কথা
গানের শিরোনামঃ মনের রাজনীতি
ব্যান্ড/একক/মিক্সডঃ আর্ক
শিল্পীঃ সৈয়দ হাসানুর রহমান হাসান
অ্যালবামঃ রঙের ঘুড়ি
সুরকারঃ আরমান খান
সঙ্গীত/কম্পোজারঃ আরমান খান
প্রকাশক কোম্পানিঃ সি এম ভি
তোমার মনের সংবিধানে সংশোধনী দরকার
তোমার ঘরে প্রয়োজন এখন কেয়ার টেকার সংসার।
তোমার মনের সংবিধানে সংশোধনী দরকার
তোমার ঘরে প্রয়োজন এখন কেয়ার টেকার সংসার।
তোমার মনের সংসদে চলছে গণতন্ত্র
তোমার মনের সংসদে চলছে গণতন্ত্র
আমার ভালোবাসা রবে একনায়কতন্ত্র
আমার ভালোবাসা রবে একনায়কতন্ত্র।
তোমার মনের সংবিধানে সংশোধনী দরকার
আ … তোমার ঘরে প্রয়োজন এখন কেয়ার টেকার সংসার।
আ … তোমার মনের সংবিধানে সংশোধনী দরকার
আ … তোমার ঘরে প্রয়োজন এখন কেয়ার টেকার সংসার।
তোমার মনের সংসদে চলছে গণতন্ত্র
তোমার মনের সংসদে চলছে গণতন্ত্র
আমার ভালোবাসা রবে একনায়কতন্ত্র
আমার ভালোবাসা রবে একনায়কতন্ত্র।
বন্দি কোর আমায় তুমি ৫৪ ধারায়
বিশেষ ক্ষমতারই আইনে সাজা দাও আমায়।
বন্দি কোর আমায় তুমি ৫৪ ধারায়
বিশেষ ক্ষমতারই আইনে সাজা দাও আমায়।
তোমার মনের সংসদে চলছে গণতন্ত্র
তোমার মনের সংসদে চলছে গণতন্ত্র
আমার ভালোবাসা রবে একনায়কতন্ত্র
আমার ভালোবাসা রবে একনায়কতন্ত্র।
তোমার মনে হরতাল ডেকে অনশন অবরোধে
কেমন তরো, ভালোবাসো কিসের প্রতিশোধে।
তোমার মনে হরতাল ডেকে অনশন অবরোধে
কেমন তরো, ভালোবাসো কিসের প্রতিশোধে।
তোমার মনের সংসদে চলছে গণতন্ত্র
তোমার মনের সংসদে চলছে গণতন্ত্র।
আমার ভালোবাসা রবে একনায়কতন্ত্র।
আমার ভালোবাসা রবে একনায়কতন্ত্র।
আমার ভালোবাসা রবে একনায়কতন্ত্র।
আমার ভালোবাসা রবে একনায়কতন্ত্র।
লিরিক্স জমা দিয়েছেনঃ