Latiful Islam Shibli

ব্যান্ড/শিল্পীর বিস্তারিত তথ্য

যে শহর থেক শুরু হয়েছে নাটোর
ইউটিউব/ওয়েবসাইট লিংক www.latifulislamshibli.com/

Latiful Islam Shibli known as a famous Bangladeshi poet and song writer. In the early 90s, he composed a lot of beautiful heart touching lyrics, those created a special place in the music lover’s hearts around the country. He also a bestseller novelist, writer, screenwriter, columnist, actor, singer, model and fashion icon for the ages.

 

He was born in just before the dawn of the first day of Bengali New year. It was the dawn of an Independent Bangladesh as well when the country was at the most critical stage in its history. At a turning moment of the war, when the allied forces start shelling over the targets of Pakistani armies at the bank of Bahadurabad, Fulchori (Rangpur), a frightened little boy in the lap of his Freedom Fighter father cried out by praying “O’ Allah! Please protect us’. This was the story that was told by his mother in one rainy day.

Time flies indeed! Such a scared kid of ‘71 dared to frighten the dictatorial regime of the 90’s with his juvenile rocking moves trumpeted up in the sky by breaking the shackles of traditions.

The branches of his artistic aptitudes creeping up to his joining the Group-theatre Nattochakra in early ‘90 Latiful Islam Shibli is one of those young wild, but sensible band musicians who had brought changes in the prevailed concepts of modern Bangla songs. His lyrics reflect the feelings of contemporary young minds which are suffered from a painful and complex dilemma of materialistic life. His rule of Simplification in his scholarly works has made him widely known in Bangladesh within a short span of time. He is now no less a Legend Lyricist in the world of Bangla Band Music.

A few among the list of many popular and hit songs written by Shibli are:

* Jail thaka bolchi জেল থেকে বলছি( Speaking from the Jail) Lyrics and Tuned by shibli. Sung by James of Nagar baul
* Tumi Amar prothom sokal( You are the first morning)by Shakila zafar and Tapan chowdhury
* Kosto petay valobashi (I rather love to be pained) by Ayub Bachchu of LRB
* Kew suki noy(None of us is happy ) by Ayub Bachchu
* Hastay dekho gaitay dekho(You saw me laughing and singing ) by Ayub Bachchu
* Koto kostay achi (Imagine the pain that I am carrying on ) by James
* Palabay kothay (Nowhere to hide) by James
* Ma key bolis (Let my mom know) by Ayub Bachchu
* Kosto kakay bolay (What the pain is ) by Ayub Bachchu
* Ekjon bibagi ( A tale of a gambler) by James
* Rajkumari (The princess) by Ayub Bachchu
* Aahh jibon (O’ life ! ) by Ayub Bachchu
* Nil bedona (The pain in blue ) by Ayub Bachchu
* Chand mama (Do you have a job for me uncle moon ? ) by Ayub Bachchu
* Las kata ghor (A mortuary ) by Neloy das
* Kar kachay jabo (Where to go ! ) by Ayub Bachchu
* Kivabay kadabay tumi (jotota megh holay bristi namay) (How would you love to see me crying ) by khalid of Chime
* Jossy preem (Jossy Love ) by James
* Natore station (Natore Rail station ) by James
* Preo akashi (My Dear Aakashi ) by James
* Valobasar joutho khamar (Joint venture for love ) by James
* Moddho rater dakpeon (A midnight Postman ) by James
* Monnan mear titas molom (Titas cream of Mannan Miah ) by James
* Jungle e valobasa (Love in Jungle ) by James
* Kotota kangal hoya thaki (How Much i beg lov from u ) by James
* Hajar borsha rat (Thousands of rainy nights ) by Partho borua of SOULS
* Boro babu master (Station master) by Ayub Bachchu
* Polasir prantor (Across the battle field of Polasi ) by MILES
* Ghumao tumi (Let you be slept) by James
* Guiter kadtay janey (Guitar knows how to cry) by James
* Hat baralay bondhu hobo (I can be a friend upon call) by TIPU(obscure)
* Janala vora akash (The sky in the city) by James
* Chi jol (Water please ) by Ayub Bachchu
* Manus boro eka (Men are so lonely) by Ayub Bachchu
* Oh amar preem (O’ my love ) by Ayub Bachchu
* Nil akash joto dur dekkha jay (Across the blue sky ) by James
* Peshader khuni (Professional killer) by James
* (Hallo Dhaka ! ) by Shafeen ahmed of MILES
* Premik mayor (A lover Mayor) by Shafeen ahmed of MILES
* Tomar chokay amar apon thikana (To your eyes my destination) by Hamin ahmed of MILES
* Majeh kichu bosor galo (In between of some years) by Shumona hoque
* Kar kachay jabo ( Where to go) by Ayub Bachchu
and many many more……

Now he becomes popular and the bestseller novelist in Bangladesh.
His first bestselling novel is ‘Dervish (The Saint), published in 2017.
Second bestselling novel is ‘Dokhol’ (The Seize), published in 2018.
Third bestselling novel is ‘Asman’ (The Sky), published in 2019.

Shibli was also known as a fashion icon in his time when he modeled in a television advertisement for Century fabrics as “Complete man”.

A successful Dramatist too! The drama – ‘I see the world through your eyes’ (tomar chokhay dekkhai) telecasted in BTV on 1995 has become popular in the first instance.

He also wrote many tv drama named:
Rajkumari,
Highway to haven,
The good citizen,
Nuru mia the painter,
How far away you are,
Mother rain,
Run baby run,
Underground,
The city within the city,
Second chance,
The pulse,
Million dollar baby,
The briefcase.

Memories can still be recalled about a TV drama ‘The Princess’ (Rajkumari) where he was an Actor in his own drama fabulously as a main character – Mirja Galeeb.

His first book of verses was ‘I can touch your vanity if I wish’ (Eccha holay chutay pari tomar oviman), Published on 1995.

Followed by his second one – ‘Let my pain be green’ (Tumi amar kosto gulo sobuj koray dao na’) Published on 2010.

Third book of verses is ‘A walk in the Lonely World’.(mathar upor je sunnota tar nam akash, buker vetor je sunnota tar nam dirghossas) Published on 2014.

He is the author of a book entitled ‘The movement of Band-music in Bangladesh’ (Bangaldeshe Band Sangit Andolon) sponsored and published by the Bangla Academy on 1997. As a complete research book on Band music, this was the first of such kind in Bangladesh.

His first music Album ‘The rules for breaking the rules’ (Niyom Vangar Niyom) was tuned, written, composed and sung by him. Released in 1998.

In 2015, his first feature film is Podmo Patar Jol which has won National Award in 2 Categories and BACHSAS award in 5 categories.

Shibli thrilled with the lives of the Bohemians and travelled across a number of countries in Europe and Asia, namely England, France, Belgium, Germany, Italy, India, indonesia, Malaysia, Turkey, Singapore,   Saudi Arabia, Qatar and the United Arab Emirates and USA.

Although he graduated in Master of Arts (MA), he has special interests for Comparative Ideology and Religion studies, Politics, History, Environment and Paintings.

In fact, Shibli was born in Rangpur, brought up in Natore, enriched and flourished in Dhaka and London.

He loves to catch fishes, hangs around in jungles, sweats down in the green farmlands and rests in the breezy moonlit evenings with barbecue and grilling.

He is now blessed to be a father of two children – Omar and Usman.

 

পয়লা বৈশাখের এক কাকডাকা ভোরে জন্ম নিয়েই দেখে, বাংলাদেশে চলছে মুক্তিযুদ্ধের প্রস্তুতি। ফুলছড়ি, বাহাদুরাবাদ ঘাটে পাকিস্তানি সেনাবাহিনির অবস্থানের ওপর যখন ইন্ডিয়ান মিগ থেকে বোমা ফেলা হচ্ছিল, তখন মুক্তিযোদ্ধা বাবার সঙ্গে বাঙ্কারে বসে শিশুটি বলছিল, ‘আল্লাহ্, রক্ষা কর’—গল্পটি শিবলীর মায়ের কাছে শোনা। তখন যুদ্ধ না বুঝলেও নব্বইয়ের দশকের স্বৈরশাসনবিরোধী আন্দোলনের ভেতর দিয়েই তাঁর বেড়ে ওঠা। ইন্টারমিডিয়েটে পড়াকালেই স্বৈরশাসকের জেল জুলুম আর হুলিয়া মাথায় নিয়ে চলে আসেন নাটোর থেকে ঢাকায় ।

অভিনয়ের উপর এক বছরের ডিপ্লোমা কোর্স শেষে গ্রুপথিয়েটার নাট্যচক্রের সঙ্গে মঞ্চনাটকে কাজ করতে করতেই ধীরে ধীরে বিকশিত হতে থাকেন শিল্পের অন্যান্য মাধ্যমে।

অভিভাবকদের রক্তচক্ষু উপেক্ষা করে একদল গানপাগল তরুণ ব্যান্ড সংগীতের মাধ্যমে বাংলা গানের ধারায় যে-পরিবর্তন এনেছে, শিবলী তাদেরই অন্যতম।

যুগযন্ত্রণার ক্ষ্যাপামো মজ্জাগত বলেই প্রথা ভাঙার যুদ্ধে শিবলী হয়ে ওঠেন আপাদমস্তক ‘রক’। আধুনিক জীবনযন্ত্রণাগ্রস্ত তারুণ্যের ভাষাকে শিবলী উপস্থাপন করেছেন অত্যন্ত সহজসরল ‘রক’ এর ভাষায়। তাঁর সাফল্য এখানেই । তাই অল্প সময়ের মধ্যেই শিবলী পরিণত হয়েছেন এদেশের ব্যান্ড সংগীতজগতের কিংবদন্তি গীতিকবিতে ।

শিবলীর লেখা (প্রায় ৩০০/৪০০) জনপ্রিয় গানের মধ্যে কয়েকটি:

জেল থেকে বলছি | কথা-সুর: শিবলী, ফিলিংস /নগরবাউল
তুমি আমার প্রথম সকাল | তপন চৌধুরী-শাকিলা জাফর
কষ্ট পেতে ভালবাসি | আইয়ুব বাচ্চু (এলআরবি)
কেউ সুখি নয় | আইয়ুব বাচ্চু
হাসতে দেখো, গাইতে দেখো | আইয়ুব বাচ্চু
কত কষ্টে আছি | জেমস
পালাবে কোথায় | জেমস
মাকে বলিস | আইয়ুব বাচ্চু
কষ্ট কাকে বলে | আইয়ুব বাচ্চু
একজন বিবাগি | জেমস
রাজকুমারী | আইয়ুব বাচ্চু
আহা, জীবন! | আইয়ুব বাচ্চু
নীল বেদনা | আইয়ুব বাচ্চু
একটা চাকরি হবে, চাঁদমামা? | আইয়ুব বাচ্চু
লাশকাটা ঘর | নিলয় দাস
কার কাছে যাব | আইয়ুব বাচ্চু
কী ভাবে কাঁদাবে তুমি (যতটা মেঘ হলে বৃষ্টি নামে) | খালিদ (চাইম)
জোসি প্রেম | জেমস
নাটোর স্টেশন | জেমস
প্রিয় আকাশি | জেমস
ভালবাসার যৌথ খামার | জেমস
মধ্যরাতের ডাকপিয়ন | জেমস
মন্নান মিয়ার তিতাস মলম | জেমস
জঙ্গলে ভালবাসা | জেমস
কতটা কাঙাল হয়ে থাকি | জেমস
হাজার বর্ষারাত | পার্থ (সোলস)
বড়বাবু মাস্টার | আইয়ুব বাচ্চু
পলাশীর প্রান্তরে | মাইলস
ঘুমাও তুমি | জেমস
গিটার কাঁদতে জানে | জেমস
হাত বাড়ালে বন্ধু হব | টিপু
এ-শহরের কত-শত অট্টালিকার ফাঁকে (জানালাভরা আকাশ) | জেমস
চাই জল | আইয়ুব বাচ্চু
মানুষ বড় একা | আইয়ুব বাচ্চু
ও আমার প্রেম | আইয়ুব বাচ্চু
কষ্ট পেলে নষ্ট হব কেন | আইয়ুব বাচ্চু
তুমি নও, আমার বেদনা আমি বুঝি | আইয়ুব বাচ্চু
নীল আকাশ যত দূর দেখা যায় | জেমস
পেশাদার খুনি | জেমস
হ্যালো, ঢাকা! | মাইলস
প্রানের শহর ঢাকা | জেমস (অ্যালবামঃ জেল থেকে বলছি)
মাঝে কিছু বছর গেল | সুমনা হক
নিঝুম রাতের তারার মেলায় । duet আগুন- সুমনা হক
শেষ ঠিকানা | মাইলস
তুমি কোন দিকে ফেরাবে চোখ – শাফিন আহমেদ
তুমি একা থাক যখন অগোছালো তোমার ঘরে | আইয়ুব বাচ্চু
বিষনন হুইসেল | শুভ্র দেব
দুরে কোথাও পালাবার ঠিকানা নেই আমার | ঝলক
যত দুর যত পথ | আজম খাঁন
চাঁদের সাথে জেগে মধ্য রাতে । শেখ ইসতিয়াক
প্রিয়তমা তুমি কখনো পুরোন হবেনা | আইয়ুব বাচ্চু
যাবে যদি চলে যাও | আইয়ুব বাচ্চু
খুব সাধারন জীবন আমার | আইয়ুব বাচ্চু
রংধনু হয়ে যাই | আইয়ুব বাচ্চু
প্রেমিক মেয়র | সোলস (অ্যালবামঃ অসমের গান)
পায়ের আওয়াজ শুনি | সোলস (অ্যালবামঃ অসময়ের গান)
নিঃসঙ্গতা | হামিন আহমেদ (অ্যালবামঃ একটি গোলাপ)
নীল সাগরের হিমেল বাতাসে | আইয়ুব বাচ্চু (অ্যালবামঃ টি এণ্ড টি)
আর্তনাদ | আইয়ুব বাচ্চু (অ্যালবামঃ ঘৃণা)
তুমি আর কারো নয় | চন্দন wining(অ্যালবামঃ ঘৃণা)
একাকী আকাশের সন্ধ্যাতারা | নকীব খান (অ্যালবামঃ ঘৃণা)
ব্যবিলন | জেমস (অ্যালবামঃ স্ক্রু-ড্রাইভার)
একা গাঙচিল – হামিন আহমেদ (বিষন্ন ভালবাসা)
নির্জনতার গান – শাফিন আহমেদ (তোমাকে)
আরশী ও আমি | নিলয় দাশ (অ্যালবামঃ সন্ধ্যাতারা)
অপবাদ | নিলয় দাশ (অ্যালবামঃ সন্ধ্যাতারা)
বন্দী জেগে আছে | LRB অ্যালবামঃ Screw Driver
বন্দী জেগে আছে | পার্থ (অ্যালবামঃ t&t (Tone & Tune)
চলে গেলেই বুঝতে পারি এসেছিলে তুমি | আইয়ুব বাচ্চু
সাড়ে তিন হাত ভুমি | জেমস (অ্যালবামঃ পালাবে কোথায়)
মনে পড়ে গেলো | নীলয় এবং ফাহমিদা নবী(অ্যালবাম- শুধু তোমার জন্য
কপালে যে টিপ পরেছ তুমি সেইতো সন্ধ্যা তারা | নীলয়

আরও অনেক অনেক গান………

নব্বই দশকের গীতিকবি শিবলী এখন জনপ্রিয় উপন্যাসিক।
শিবলী’র প্রথম এবং বেস্টসেলার উপন্যাস- ‘দারবিশ’। প্রকাশিত হয়েছে ২০১৭ সালে।
দ্বিতীয় উপন্যাস ‘দখল’। প্রকাশিত হয়েছে ২০১৮ সালে।
তৃতীয় উপন্যাস ‘আসমান’। প্রকাশিত হয়েছে ২০১৯ সালে।
পাঠকের চাহিদা আর আন্তর্জাতিক বিপণনের জন্য শিবলী প্রতিটি উপন্যাস ইংরেজিতে অনুবাদ হচ্ছে।

‘কমপ্লিট ম্যান’ খ্যাত ঝুঁটিবাঁধা সেঞ্চুরি ফেব্রিকসের দুর্দান্ত সেই মডেল শিবলী ছিলেন তাঁর সময়ের ফ্যাশন-আইকন।

তিনি একজন সফল নাট্যকার। বিটিভির যুগে তাঁর লেখা প্রথম সাড়া জাগানো নাটক ‘তোমার চোখে দেখি'(১৯৯৫)। আরও লিখেছেন-
রাজকুমারী,
হাইওয়ে টু হেভেন,
গুড সিটিজেন,
নুরু মিয়া দ্যা পেইন্টার,
যত দূরে থাকো,
বৃষ্টি আমার মা,
রান বেইবি রান,
আন্ডারগ্রাউণ্ড,
শহরের ভিতরে শহর
সেকেন্ড চান্স,
স্পন্দন,
মিলিয়ন ডলার বেইবি,
দ্যা ব্রিফকেস

নিজের লেখা নাটক ‘রাজকুমারী’তে(১৯৯৭) মির্জা গালিব চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় এখনও অনেকের মনে থাকার কথা।

শিবলীর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ– ‘ইচ্ছে হলে ছুঁতে পারি তোমার অভিমান’ (১৯৯৫)।
দ্বিতীয় কাব্যগ্রন্থ– ‘তুমি আমার কষ্টগুলো সবুজ করে দাও না'(২০১০)।
তৃতীয় কাব্যগ্রন্থ–মাথার উপরে যে শূন্যতা তার নাম আকাশ, বুকের ভেতরে যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস'(২০১৪)

বাংলা একাডেমী প্রকাশ করেছে তাঁর ‘বাংলাদেশে ব্যান্ড সংগীত আন্দোলন'(১৯৯৭) নামে ব্যান্ড সংগীতের ওপর লিখিত প্রথম এবং একমাত্র গবেষণাধর্মী প্রবন্ধগ্রন্থ।

নিজের লেখা, সুর ও কম্পোজিশনে এবং নিজের কণ্ঠে গাওয়া তার প্রথম অ্যালবাম– ‘নিয়ম ভাঙার নিয়ম'(১৯৯৮)।

শিবলী’র কাহিনী সংলাপ এবং চিত্রনাট্যে ও গীতিকবিতায় প্রথম পূর্ণদৈঘ্য চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল'(২০১৫)

স্বভাবজাত বোহেমিয়ান, ঘুরেছেন ইউরোপের আমেরিকার
পথে-প্রান্তরে… তিনি ঘুরেছেন ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, জার্মানি; এছাড়া ভারত, সৌদি আরব, কাতার, দুবাই, চায়না, মালয়শিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তুরস্ক, এবং আমেরিকা।

প্রিয় বিষয় কম্পারেটিভ আইডিওলজি অ্যান্ড রিলিজিয়ন স্টাডিজ, পলিটিক্স, হিস্ট্রি, এনভায়রনমেন্ট, পেইন্টিংস।

প্রথাগত শিক্ষায় তিনি মাস্টার্স।

শৈশব-কৈশোর আর তারুণ্যের শহর নাটোর। যৌবনের শহর ঢাকা আর লন্ডন।

ভালবাসেন মাছ ধরতে, জঙ্গলে ঘুরতে, ক্ষেতে কাজ করতে, গ্রিল ও বার্বিকিউ করতে।

ফুটফুটে দুই সন্তান ওমর এবং ওসমানের বাবা তিনি।

 




ব্যান্ড/শিল্পীর ছবি

অ্যালবামসমূহ

লিরিক্সসমূহ

Optimized by Optimole