গানের শিরোনামঃ বেলা শেষে

ব্যান্ড/একক/মিক্সডঃ আইয়ুব বাচ্চু (রবিন)

সুরকারঃ প্রিন্স মাহমুদ

সঙ্গীত/কম্পোজারঃ প্রিন্স মাহমুদ

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ২০০০

বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়,
কৃষ্ণচূড়ার রঙে একেছি তোমায়।
মোছনা তুমি তারে দুঃখেরই ছোয়ায়,
সাজিয়ে রেখ মন মণি কুঠাই।

বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়,
কৃষ্ণচূড়ার রঙে একেছি তোমায়।

মনে পড়ে যায় প্রশ্নহীনায়, জোস্না ধৌয়া রাতের কথোপোকথন।
চোখের ভাষায় হত যত,
আগামী দিনের স্বপ্নের আলাপন।
কি ভুল করেছি আমি আমারি ভুলে,
প্রতি নিরবতা আমাকে পোঁড়ায়।

বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়,
কৃষ্ণচূড়ার রঙে একেছি তোমায়।

আমার যত অপূর্নতা, পারিনি বোঝাতে, আমি পারিনি তোমায়।
ভুলের মাশুল দিতে গিয়ে, জীবন ভরে থাকে বিষন্নতায়।
হারায়ে বোঝেছি তুমি, কি ছিলে আমার,
কি ছিলে আমার তুমি, বোঝানো না যায়।

বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়,
কৃষ্ণচূড়ার রঙে একেছি তোমায়।

মোছনা তুমি তারে দুঃখেরই ছোয়ায়,
সাজিয়ে রেখ মন মণি কুঠাই।




লিরিক্স জমা দিয়েছেনঃ

Md Tanvir Hasan

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole