এবং অতপর, বাবুল ভাই Sultan Mahmood Babul এর অনুপ্রেরনায় 2001 সালের জুলাইতে প্রকাশিত হল আমার দ্বীতিয় এ্যালবাম “প্রয়োজন”। এবার সাথে যোগ হলেন Abid Khan ভাই। আবিদ ভাইয়ের সহায়তায় পেপসি স্পন্সর করলো এই এ্যালবাম, টেলিভিশনে বিজ্ঞাপন প্রচারিত হলো পেপসির পক্ষ থেকে, ফেরদৌস বাপ্পি বিশেষ আয়োজন করলো তার টেলিভিশন অনুষ্ঠানে। সাথেে আরো যোগ হলো সাউন্ড গ্রাফিক্স এর সুমন এবং ফটোগ্রাফি করলো Tuhin Hossain । এ্যালবামটির কানিজ সুবর্নার কন্ঠে “শালা লালা ” গানটি ভেসে বেড়ায় আজো। Isha Khan Duray, Ridwan Nabi Pancham, Ahsan Elahi Fanty, Parimal
— শওকাত ইসলাম